Homeদুর্গাপার্বণদুর্গোৎসব ২০২৪: এ এক বহু প্রাচীন দুর্গামন্দির যার দুয়ার খোলে শুধুমাত্র নবরাত্রির...

দুর্গোৎসব ২০২৪: এ এক বহু প্রাচীন দুর্গামন্দির যার দুয়ার খোলে শুধুমাত্র নবরাত্রির ৯টি দিনে

প্রকাশিত

দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে আজ তিন দিন হল। পুণ্যার্থীদের ভিড় বাড়ছে সেই মন্দিরে। শুধু স্থানীয় মানুষজনই নন, প্রতিবেশী রাজ্য থেকেও ভক্তরা আসছেন। নবরাত্রির মাত্র ৯টি দিন তো খোলা থাকবে এই মন্দির। তারপর তো বছরের বাকি দিনগুলোয় বন্ধ। এবার দর্শন না হলে আবার এক বছরের অপেক্ষা। বছরে মাত্র ৯ দিন খোলা? খুব অবাক হওয়ার ব্যাপার না? কোথায় এই মন্দির?    

মন্দিরের দেশ ভারত। নানান প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান প্রাচীন সব মন্দির। কত জনপদ গড়ে উঠেছে সে সব মন্দিরকে ঘিরে। ইতিহাস আজও কথা বলে সে সব প্রাচীন মন্দিরে। পড়শি রাজ্য ওড়িশায় রয়েছে সেই দুর্গামন্দির যার দরজা শুধু খোলে আশ্বিন মাসে দুর্গাপূজার সময়ে। নবরাত্রিতে ওই মন্দির খোলে। বছরের বাকি দিনগুলোয় বন্ধ থাকে সেই মন্দির।

ওড়িশার গজপতি জেলায় পারালাখেমুন্ডি এক প্রাচীন জনপদ। জায়গাটি অন্ধ্রপ্রদেশ লাগোয়া। ওড়িশায় সবচেয়ে পুরোনো পুরসভা। ১৮৮৫ সালে এই পুরসভা গড়ে ওঠে। এই শহরের বাসিন্দারা ওড়িয়ার পাশাপাশি তেলুগুতেও কথা বলেন। এই পারালাখেমুন্ডির দোলাবান্ধা এলাকায় রয়েছে সেই প্রাচীন মন্দির। নবরাত্রির সময় মাত্র ৯টি দিন খোলা থাকে এই মন্দিরের দরজা। এই মন্দির কত প্রাচীন, মন্দির খোলার এই প্রথা কবে থেকে চালু হল, সেসব সম্পর্কে ইতিহাস নীরব।  

এই মন্দিরে রয়েছেন মা দুর্গা। মা দুর্গার যে বিগ্রহ এই মন্দিরে রয়েছে তাঁকে ওড়িয়া ভাষায় বলে দান্দু মা। তেলুগু ভাষায় ওই বিগ্রহের নাম দণ্ডমারাম্মা। নবরাত্রির সময় ওড়িশা তো বটেই অন্ধ্রপ্রদেশ থেকেও পুণ্যার্থীরা দেবী দর্শন করতে আসেন। প্রচুর ভিড় হয়।

ওড়িয়া ক্যালেন্ডারের আশ্বিন মাসে নবরাত্রির প্রথম দিনে যাগযজ্ঞ করে মন্দিরের দরজা খোলা হয়। দরজা বন্ধ হয়ে যায় দশমীপূজা সাঙ্গ করে। বছরের বাকি দিনগুলোয় এই মন্দিরে আর কোনো পুজো হয় না।     

মন্দিরের দরজা বন্ধ করার আগে মাটির পাত্রে আস্ত নারকেল দেবীকে নিবেদন করা হয়। পরের বছর যখন মন্দিরের দরজা খোলে তখন দেখা যায় নারকেল আস্তই রয়েছে। খারাপ হয়নি। সেই নারকেল ভেঙে পুণ্যার্থীদের মধ্যে বিতরণ করা হয়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

কলকাতা দুর্গাপূজা কার্নিভাল ২০২৫: নৃত্য-সংগীত সহযোগে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলল বর্ণাঢ্য শোভাযাত্রা

কলকাতা: শুরু হয়েছিল ২০১৬-তে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। মাঝে এক বছর বাদ ছিল...

মহানগরীতে দশমী: দেবীবরণ, সিঁদুরখেলা, প্রতিমা বিসর্জন দিয়ে শেষ হল এ বছরের শারদোৎসব

খবর অনলাইন ডেস্ক: দেখতে দেখতে শেষ হয়ে গেল পুজো। মোটামুটি নির্বিঘ্নেই সমাপ্তি ঘটল এ...

কবে পড়ছে ষষ্ঠী থেকে দশমী? জেনে নিন ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট

প্রকাশিত হল ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট। মহালয়া ১০ অক্টোবর, ষষ্ঠী ১৭ অক্টোবর, বিজয়া দশমী ২১ অক্টোবর। অপেক্ষায় বাঙালি।