রাজ্যের সমস্ত কলেজে ভর্তির ক্ষেত্রে এবার এক পোর্টালেই আবেদন করার সুযোগ পাবেন ছাত্র-ছাত্রীরা। রাজ্য সরকার আগামী মঙ্গলবার কলেজে ভর্তির নতুন বিধি ঘোষণা করতে পারে বলে সূত্রের খবর।
নতুন এই ব্যবস্থায় একটি অভিন্ন পোর্টালের মাধ্যমে অনলাইনে ২০টিরও বেশি কলেজে ভর্তির আবেদন করা যাবে। কেন্দ্রীয়ভাবে প্রকাশিত হবে কলেজ ভিত্তিক মেধাতালিকা। ফলে, কলেজে গিয়ে ফর্ম তোলার ঝক্কি ও ছাত্র সংসদের পাল্লায় পড়ার আশঙ্কা কমে যাবে।
গত ৮ মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর এক মাসের বেশি সময় পেরিয়ে গিয়েছে। এতদিন পরেও কলেজে ভর্তির বিষয়ে কোনও ঘোষণা না আসায় শিক্ষার্থীরা চিন্তিত ছিলেন। তবে এবার নতুন পোর্টাল চালু হলে রাজ্যের যে কোনও জায়গা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। একজন শিক্ষার্থী ২০টিরও বেশি কলেজে আবেদন করতে পারবেন।
রাজ্যভিত্তিক অভিন্ন পোর্টাল চালুর এই উদ্যোগ এবারই প্রথম। এছাড়া, কলেজভিত্তিক মেধাতালিকা রাজ্যস্তর থেকে প্রকাশিত হবে। এর ফলে ছাত্র সংসদ, কলেজ প্রশাসন বা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে ভর্তির কোনও প্রত্যক্ষ যোগাযোগ থাকবে না, যা ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে সাহায্য করবে।
আরও পড়ুন। ২০২৪-এ উচ্চশিক্ষার জন্য আমেরিকা যাওয়া ভারতীয়দের বড় অংশ পূর্বাঞ্চল থেকে: মার্কিন কনসাল
উল্লেখ্য, ২০২২ এবং ২০২৩ সালেও রাজ্য সরকার এই ধরনের উদ্যোগ নিয়েছিল, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। তবে এবার সরকার এই সিদ্ধান্ত কার্যকর করতে বদ্ধপরিকর বলে সূত্রের খবর।
এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন ৭ লক্ষ ৫৫ হাজার ৩২৪ জন শিক্ষার্থী, যার মধ্যে ৬ লক্ষ ৭৯ হাজার ৭৮৪ জন পাস করেছেন। নতুন এই অভিন্ন পোর্টাল চালু হলে ভর্তির ক্ষেত্রে বারবার যে অনিয়মের অভিযোগ উঠছিল তা এড়ানো যাবে বলে আশা করছেন শিক্ষাবিদরা।