Homeখবররাজ্যরাত পোহালেই মাধ্যমিক, ফলাফলের দিনক্ষণ জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ

রাত পোহালেই মাধ্যমিক, ফলাফলের দিনক্ষণ জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ

প্রকাশিত

কলকাতা: আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। চলবে আগামী ৪ মার্চ পর্যন্ত। এ বার ফলাফলের দিন ঘোষণা করে দিলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়ে দেন, মে মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল।

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বসেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “পরীক্ষার্থীদের যাতে কোনো রকম সমস্যা না হয় সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। খুঁটিয়ে দেখা হচ্ছে প্রতিটি পরীক্ষাকেন্দ্র। পরীক্ষাকেন্দ্রের প্রস্তুতি নিয়ে আমরা যথেষ্ট সতর্ক।”

জানা যাচ্ছে, মোট ২৮৬৭টি পরীক্ষাকেন্দ্র করা হয়েছে। নিয়োগ করা হয়েছে ৪০,০০০-এরও বেশি পরীক্ষক এবং ৩৫,০০০-এরও বেশি পরিদর্শক। কোনো ভাবেই যাতে প্রশ্নপত্র ফাঁস না হয়ে যায় সে দিকে দেওয়া হচ্ছে বিশেষ নজর। অপ্রীতিকর পরিস্থিতি রুখতে কেন্দ্রের বাইরে মোতায়ন করা হবে পুলিশ।

চলতি বছরে পরীক্ষায় বসবেন প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী। অ্যাডিনোভাইরাসের বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে এ বার আরও সতর্ক মধ্যশিক্ষা পর্ষদ। জানা যাচ্ছে, প্রতিটি পরীক্ষাকেন্দ্রে ‘সিক রুম’-এর ব্যবস্থা করা হচ্ছে। থাকবেন স্বাস্থ্যকর্মীরা। এমনকি সচেতন থাকতে বলা হয়েছে পরীক্ষাকেন্দ্র নয়, এমন সব স্কুলের প্রধানদেরও।

সাম্প্রতিকতম

অন্তত মঙ্গলবার পর্যন্ত গরমের রুদ্ররূপ, অতীতের সব রেকর্ড অক্ষত থাকবে তো?

শ্রয়ণ সেন কলকাতার ইতিহাসে উষ্ণতম দিন ছিল ১৯৫৮ সালের ২৮ মে। সে দিন পারদ উঠেছিল...

বাম হাতে ভাই ফোঁটা দিয়ে ডান হাতে মুছে দিতেন, ছোটবেলার সেই প্রেমের গল্প বললেন ইন্দ্রানী হালদার

অভিনেত্রী একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। পেতেন প্রচুর প্রেমপত্রও। ছোটবেলায় বন্ধু-বান্ধবীদের দাদা-ভাইদের থেকেও নাকি প্রচুর প্রেমপত্র পেয়েছিলেন অভিনেত্রী।

অক্ষয় তৃতীয়ার আগে ১০ দিনে সোনার দাম কমল প্রায় ৩ হাজার টাকা

শেষ ১০ দিনে প্রতি ১০ গ্রাম সোনার দাম কমেছে ২,৯০০ টাকা। বর্তমানে সোনার দাম...

চাঁদিফাটা রোদে ত্বকের জেল্লা গায়েব, নিমেষে ফিরবে জেল্লা যদি করেন এই ৪ কাজ

এই দাবদহে বাড়ি থেকে বেরোতে হচ্ছে অনেককেই। আর তাতেই চেহারার হাল হচ্ছে যাতা। ঝলসে যাচ্ছে ত্বক।

আরও পড়ুন

অন্তত মঙ্গলবার পর্যন্ত গরমের রুদ্ররূপ, অতীতের সব রেকর্ড অক্ষত থাকবে তো?

শ্রয়ণ সেন কলকাতার ইতিহাসে উষ্ণতম দিন ছিল ১৯৫৮ সালের ২৮ মে। সে দিন পারদ উঠেছিল...

২০১৬-র নিয়োগ প্রক্রিয়া বাতিল, হাইকোর্টের নির্দেশে চাকরি গেল প্রায় ২৬ হাজারের

কলকাতা: রাজ্য সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ২০১৬ সালে রাজ্যস্তরের পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা...

তাপপ্রবাহের শেষে কালবৈশাখী, কিন্তু কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা আদৌ বৃষ্টি পাবে তো?

শ্রয়ণ সেন পূর্ব ভারতের ইতিহাস বিশেষ করে পশ্চিমবঙ্গের ইতিহাস বলে টানা কুড়ি দিন কখনো তাপপ্রবাহ...