Home শিক্ষা ও কেরিয়ার সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ, পাশের হারে এগিয়ে মেয়েরা, রূপান্তরকামীদের ১০০% সাফল্য

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ, পাশের হারে এগিয়ে মেয়েরা, রূপান্তরকামীদের ১০০% সাফল্য

পরীক্ষার ফলপ্রকাশ

চলতি বছরের দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (CBSE)। পরীক্ষার পর মাত্র ৩৯ দিনের মাথায় ফল প্রকাশ করল বোর্ড। এই বছর পাশের হার দাঁড়িয়েছে ৮৮.৩৯ শতাংশ, যা গত বছরের তুলনায় ০.৪১ শতাংশ বেশি। ২০২৪ সালে পাশের হার ছিল ৮৭.৯৮ শতাংশ।

এ বছর মোট ১৭,০৪,৩৬৭ জন পরীক্ষার্থী পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন, যার মধ্যে পরীক্ষা দেন ১৬,৯২,৭৯৪ জন। পাশ করেছেন ১৪,৯৬,৩০৭ জন পরীক্ষার্থী।

পাশের হারে মেয়েরা ছেলেদের থেকে এগিয়ে। মেয়েদের পাশের হার ৯১.৬৪ শতাংশ, ছেলেদের ৮৫.৭০ শতাংশ। আশ্চর্যজনকভাবে, রূপান্তরকামী পরীক্ষার্থীদের পাশের হার ১০০ শতাংশ, যা সামাজিক সচেতনতার এক নতুন দিশা দেখাচ্ছে।

দেশের মধ্যে পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে বিজয়ওয়াড়া, যেখানে পাশের হার ৯৯.৬০ শতাংশ।

ফলাফল দেখতে পরীক্ষার্থীদের যেতে হবে সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in অথবা results.cbse.nic.in-এ। সেখানে রোল নম্বর, স্কুল নম্বর ও অ্যাডমিট কার্ড আইডি দিয়ে ফল দেখা যাবে। পাশাপাশি ডিজিলকার (DigiLocker) ও উমাঙ্গ (UMANG) অ্যাপের মাধ্যমেও ফল পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, এবারের সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি এবং শেষ হয় ৪ এপ্রিল। মোট ১৯,২৯৯ টি স্কুল এবং ৭,৩৩০ টি পরীক্ষাকেন্দ্র এই পরীক্ষায় অংশ নিয়েছিল।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version