Homeশিক্ষা ও কেরিয়ারঅভিন্ন পোর্টালে কলেজ ভর্তির ঢল, প্রথম দিনেই আবেদন ২৮ হাজার! এআই সহায়তায়...

অভিন্ন পোর্টালে কলেজ ভর্তির ঢল, প্রথম দিনেই আবেদন ২৮ হাজার! এআই সহায়তায় রেকর্ড সাড়া

প্রকাশিত

রাজ্যের কলেজগুলিতে স্নাতক স্তরের ভর্তির প্রক্রিয়া শুরু হল বুধবার থেকে। এ বছর থেকে চালু হয়েছে অভিন্ন ভর্তির পোর্টাল। আর সেই পোর্টালের অন্যতম আকর্ষণ হল কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-ভিত্তিক সহায়ক ব্যবস্থা ‘বীণা’। প্রথম দিনেই ব্যাপক সাড়া মিলেছে এই নতুন ব্যবস্থায়।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ২৮,৪৪৩ জন পড়ুয়া অনলাইনে নিজেদের নাম নথিভুক্ত করেছেন। তাঁরা সম্মিলিতভাবে ৭১,৯৪৯টি ভর্তির আবেদন জমা দিয়েছেন। এদের মধ্যে ৩৩৮২ জন আবেদন করেছেন এআই চ্যাট বট ‘বীণা’র সহায়তায়।

শিক্ষামন্ত্রীর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট অনুযায়ী, রেজিস্টার্ড পড়ুয়াদের মধ্যে ২৫১ জন ভিন্‌ রাজ্যের। বিষয়ভিত্তিক আবেদনেও দেখা গেছে কিছু প্রবণতা—সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ইংরেজি বিষয়ের জন্য, এরপর রয়েছে জীববিদ্যা (বায়োলজি)

শিক্ষা দফতর জানিয়েছে, ২০ জুলাই পর্যন্ত চলবে প্রথম দফার ভর্তির আবেদন। এরপর ২৪-৩১ জুলাই চলবে নথিপত্র যাচাইয়ের কাজ। শিক্ষাবর্ষ শুরু হবে ১ অগস্ট থেকে। যাঁরা প্রথম দফায় সুযোগ পাবেন না, তাঁদের জন্য দ্বিতীয় দফায় আবেদন করার সুযোগ থাকবে ২ অগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত—যদি আসন ফাঁকা থাকে।

উল্লেখযোগ্য যে, এবারই প্রথম রাজ্যে অভিন্ন পোর্টালের মাধ্যমে এত বড় মাপের কেন্দ্রীভূত অনলাইন ভর্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ভর্তির প্রক্রিয়া আরও স্বচ্ছ, সহজ ও প্রযুক্তিনির্ভর হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

এসএসসি-র নতুন বিজ্ঞপ্তি, ১৯৪১ জন ‘স্পেশাল এডুকেটর’ নিয়োগ, অনলাইনে আবেদন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করল নতুন বিজ্ঞপ্তি। ১৯৪১ জন স্পেশাল এডুকেটর নিয়োগ হবে নতুন প্রার্থীদের মধ্যে থেকে। কর্মরতদের থেকে নিয়োগ হবে আরও ৮০০ জন। আবেদনপত্র জমা নেওয়া হবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

নদিয়ায় ৪০ স্নাতকের চাকরি, কমিউনিটি অডিটর নিয়োগে বিজ্ঞপ্তি জারি

নদিয়ায় কমিউনিটি অডিটর পদে ৪০ জন স্নাতক নিয়োগ করবে জেলা প্রশাসন। আবেদন করতে হবে ১৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে। বিস্তারিত তথ্য মিলবে nadia.gov.in ওয়েবসাইটে।

উচ্চমাধ্যমিকেও স্বচ্ছতার পথে বড় পদক্ষেপ, প্রকাশ হবে পরীক্ষার্থীদের ওএমআর শিট

প্রথম সেমেস্টারের ফল ঘোষণার ৭২ ঘণ্টা পর থেকে দেখা যাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ওএমআর শিট। সংসদ বলছে, পরীক্ষায় স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ।