Homeশিক্ষা ও কেরিয়ারকলেজে কেন্দ্রীয় ভাবে শিক্ষাকর্মী নিয়োগে উদ্যোগ রাজ্যের, নিয়োগবিধি তৈরি করে পাঠানো হল...

কলেজে কেন্দ্রীয় ভাবে শিক্ষাকর্মী নিয়োগে উদ্যোগ রাজ্যের, নিয়োগবিধি তৈরি করে পাঠানো হল আইন দফতরে

প্রকাশিত

সরকারি কলেজে শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে এবার বড়সড় পদক্ষেপ নিচ্ছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর। এতদিন আলাদা আলাদা কলেজের মাধ্যমে স্থায়ী কর্মী নিয়োগের পদ্ধতির বদলে, এবার কেন্দ্রীয় ভাবে কলেজ সার্ভিস কমিশনের (CSC) মাধ্যমে নিয়োগ হবে শিক্ষাকর্মীদের। সেই লক্ষ্যে তৈরি হয়েছে নিয়োগবিধির খসড়া। সূত্রের খবর, ইতিমধ্যেই তা অনুমোদনের জন্য পাঠানো হয়েছে রাজ্যের আইন দফতরে।

২০২২ সালে বিধানসভায় পাশ হওয়া একটি আইন অনুযায়ী কলেজ সার্ভিস কমিশনের অধীনে এই নিয়োগ সম্ভব হলেও এতদিন তা কার্যকর হয়নি। তবে এবার বিষয়টি অনেকটাই এগিয়ে গেল। আইন দফতর থেকে ছাড়পত্র মিললে খসড়া যাবে অর্থ দফতরে। সেখানে অনুমোদনের পরে নিয়োগবিধিটি উচ্চশিক্ষা দফতরে ফিরে আসবে এবং চূড়ান্ত পর্যায়ে তা কলেজ সার্ভিস কমিশনে পাঠানো হবে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য।

এই প্রক্রিয়া সম্পূর্ণ হলে রাজ্যের সরকারি কলেজগুলিতে শিক্ষাকর্মী নিয়োগ হবে CSC-এর তত্ত্বাবধানে। আশুতোষ কলেজের অধ্যক্ষ মানস কবির কথায়, “এই প্রক্রিয়া কার্যকর হলে নিয়োগে স্বচ্ছতা ও নিরপেক্ষতা আসবে, এমনটাই আমরা আশা করি।”

তথ্য অনুযায়ী, বর্তমানে শিক্ষা দফতরের নির্ধারিত পদের ভিত্তিতে কলেজগুলি নিজেরা নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে। তবে ২০২২-এর আইন অনুযায়ী, ভবিষ্যতে স্থায়ী পদে নিয়োগ আর আলাদা করে কলেজ করবে না, সেই দায়িত্ব নেবে কলেজ সার্ভিস কমিশন।

উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি আইনি কলেজে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত এক অস্থায়ী কর্মীর রাজনৈতিক যোগাযোগ নিয়ে বিতর্ক দানা বাঁধে। সেই প্রেক্ষাপটেও কেন্দ্রীয় ভাবে স্থায়ী শিক্ষাকর্মী নিয়োগের প্রয়োজনীয়তা আরও জোরালো হয়ে উঠেছে।

কমিশনের এক শীর্ষ কর্তা জানান, “নিয়োগবিধি হাতে এলেই কমিশনের তরফে শূন্যপদের তালিকা চেয়ে সংশ্লিষ্ট কলেজগুলিকে জানানো হবে। এরপর কমিশনের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।”

আরও পড়ুন: কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়সীমা বাড়ল, ৭ জুলাই পর্যন্ত বন্ধ বাংলার শিক্ষা পোর্টাল ও উৎসশ্রী

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

LIC পলিসি বনাম হেলথ ইন্স্যুরেন্স: কোনটা আপনার জন্য সঠিক?

LIC পলিসি নেবেন না হেলথ ইন্স্যুরেন্স? জীবন বিমা পরিবারকে আর্থিক সুরক্ষা দেয়, আর হেলথ ইন্স্যুরেন্স স্বাস্থ্য খরচ কভার করে। কোনটা আপনার জন্য সঠিক, জেনে নিন তুলনামূলক বিশ্লেষণে।

কেন্দ্রীয় হারে ডিএ দেয় না ১২ রাজ্য! সুপ্রিম কোর্ট তালিকা দিয়ে জানাল রাজ্য, বেশিরভাগ বিজেপি শাসিত

সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্যে জানাল পশ্চিমবঙ্গ, দেশের অন্তত ১২টি রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না। রাজ্যের দাবি, ডিএ কোনও মৌলিক অধিকার নয়, তা নির্ভর করে আর্থিক সামর্থ্য ও নীতির উপর। মামলাকারীরা পাল্টা জবাব দেবেন শীঘ্রই।

পুজোর মুখে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, উত্তাল হতে পারে সমুদ্র

পুজো ঘনিয়ে আসতেই দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। ২৫ সেপ্টেম্বর থেকে উত্তাল হতে পারে সমুদ্র, মৎস্যজীবীদের দেওয়া হয়েছে সতর্কবার্তা। উত্তরবঙ্গে বৃষ্টি কমছে।

দেবীপক্ষেই নতুন জিএসটি চালু, জেনে নিন কীসের দাম কমছে, বাড়ছেই বা কোন পণ্যের

দুবাইয়ে সুপার ফোর ম্যাচে পাকিস্তানকে ৭ বল বাকি থাকতে ৬ উইকেটে হারাল ভারত। ওপেনার অভিষেক শর্মা খেললেন ম্যাচ জেতানো ৭৪ রানের ইনিংস।

আরও পড়ুন

এসএসসি-র নতুন বিজ্ঞপ্তি, ১৯৪১ জন ‘স্পেশাল এডুকেটর’ নিয়োগ, অনলাইনে আবেদন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করল নতুন বিজ্ঞপ্তি। ১৯৪১ জন স্পেশাল এডুকেটর নিয়োগ হবে নতুন প্রার্থীদের মধ্যে থেকে। কর্মরতদের থেকে নিয়োগ হবে আরও ৮০০ জন। আবেদনপত্র জমা নেওয়া হবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

নদিয়ায় ৪০ স্নাতকের চাকরি, কমিউনিটি অডিটর নিয়োগে বিজ্ঞপ্তি জারি

নদিয়ায় কমিউনিটি অডিটর পদে ৪০ জন স্নাতক নিয়োগ করবে জেলা প্রশাসন। আবেদন করতে হবে ১৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে। বিস্তারিত তথ্য মিলবে nadia.gov.in ওয়েবসাইটে।

উচ্চমাধ্যমিকেও স্বচ্ছতার পথে বড় পদক্ষেপ, প্রকাশ হবে পরীক্ষার্থীদের ওএমআর শিট

প্রথম সেমেস্টারের ফল ঘোষণার ৭২ ঘণ্টা পর থেকে দেখা যাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ওএমআর শিট। সংসদ বলছে, পরীক্ষায় স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ।