Homeশিক্ষা ও কেরিয়াররাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থায় কাজের সুযোগ, ৯ শূন্যপদের জন্য কীভাবে করবেন আবেদন

রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থায় কাজের সুযোগ, ৯ শূন্যপদের জন্য কীভাবে করবেন আবেদন

প্রকাশিত

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডিতে কাজের সুযোগ। ৯টি শূন্যপদ। ১০ আগস্ট সন্ধ্যা ৬টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে এই লিঙ্কের মাধ্যমে – https://recruitment-cidwb.in/application/form। শুধুমাত্র অনলাইনেই আবেদন করা যাবে।

আবেদনপত্র পূরণ করতে হবে সঠিক ভাবে। আবেদনকারীকে পাসপোর্ট সাইজের ছবি, সই, আধার কার্ডের প্রতিলিপি, শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত নথিপত্র, চাকরির অভিজ্ঞতা সংক্রান্ত নথিপত্রের স্ক্যান করা প্রতিলিপি আপলোড করতে হবে। অনলাইনে আবেদন করার পর কনফার্মেশন পেজের প্রিন্ট-আউট ভবিষ্যতের জন্য রেখে দিতে হবে। পরীক্ষার জন্য আলাদা করে কোনো ফি জমা দিতে হবে না। স্ক্রিনিং টেস্ট, প্রফিশিয়েন্সি টেস্ট, ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। সিআইডির তরফে জারি করা কল লেটার ছাড়া পরীক্ষায় বসতে দেওয়া হবে না। পরীক্ষার দিন কল লেটারের প্রিন্ট আউট আর সচিত্র পরিচয়পত্র দেখাতে হবে। সমস্ত কিছু জানানো হবে সিআইডির ওয়েবসাইট (https://cid.wb.gov.in) মারফত। তাই বিশদ তথ্যের জন্য নজর রাখতে হবে ওয়েবসাইটের দিকে। প্রতিটি পদের জন্যই মাসে বেতন মিলবে দেড় লাখ টাকা করে।

কী কী পদে নিয়োগ

মোবাইল ফরেনসিক বিশেষজ্ঞ পদ – ২টি

চাকরির বিজ্ঞাপনে বলা হয়েছে, মোবাইল ফরেনসিক বিশেষজ্ঞ পদে শূন্যপদ ২টি। আইটি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা এমটেক বা বিসিএ/এমসিএ/তথ্যপ্রযুক্তি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতকোত্তর। ১-৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে GASF, IACIS সার্টিফায়েড মোবাইল ডিভাইস এগজামিনার হিসাবে।

নেটওয়ার্ক ফরেনসিক বিশেষজ্ঞ পদ – ১টি

নেটওয়ার্ক ফরেনসিক বিশেষজ্ঞ পদে শূন্যপদ ১টি। আইটি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা এমটেক বা বিসিএ/এমসিএ/তথ্যপ্রযুক্তি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতকোত্তর হতে হবে। ১-৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। GNFA, Network+, CCIE, CCNA, CHFI বা সমতুল্য শংসাপত্র থাকতে হবে।

ম্যালওয়্যার ফরেনসিক বিশেষজ্ঞ পদ – ১টি

ম্যালওয়্যার ফরেনসিক বিশেষজ্ঞ পদে শূন্যপদ ১টি। আইটি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা এমটেক বা বিসিএ/এমসিএ/তথ্যপ্রযুক্তি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতকোত্তর হতে হবে। ডিজিটাল ফরেনসিক প্রযুক্তি সংক্রান্ত বিষয় সম্যকজ্ঞান থাকতে হবে। ১-৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। GCFA, CHFI, CEH, GREM, CISSP, GCFE, GNFA, OSCP, OSEE, OSCE, CREST বা সমতুল্য শংসাপত্র থাকতে হবে।

ক্লাউড ফরেনসিক বিশেষজ্ঞ পদ – ২টি

ক্লাউড ফরেনসিক বিশেষজ্ঞ পদে শূন্যপদ ২টি। আইটি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা এমটেক বা বিসিএ/এমসিএ/তথ্যপ্রযুক্তি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতকোত্তর হতে হবে। ১-৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। Comp TIA Cloud Essentials, GCFA, CHFI বা সমতুল্য শংসাপত্র থাকতে হবে।

ক্রিপ্টো অ্যানালিস্টস পদ – ১টি

ক্রিপ্টো অ্যানালিস্টস পদে শূন্যপদ ১টি। আইটি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা এমটেক বা বিসিএ/এমসিএ/তথ্যপ্রযুক্তি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতকোত্তর। ১-৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। CEH, OSCP বা সমতুল্য শংসাপত্র থাকতে হবে।

ডিস্ক ফরেনসিক বিশেষজ্ঞ পদ – ২টি

ডিস্ক ফরেনসিক বিশেষজ্ঞ পদে শূন্যপদ ২টি। আইটি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা এমটেক বা বিসিএ/এমসিএ/তথ্যপ্রযুক্তি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতকোত্তর। ১-৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। GASF, IACIS certified Mobile device examiner, CHFI বা সমতুল্য শংসাপত্র থাকতে হবে। Falcon, TX1, FTK, En Case প্রভৃতি টুল ব্যবহার করার অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন

কলকাতা হাইকোর্টে চাকরির সুযোগ, কীভাবে আবেদন করবেন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দেদার শব্দবাজিতে আতঙ্ক কলকাতায়! দূষণ কম দাবি পুলিশের, কিন্তু তথ্য বলছে অন্য কথা

দীপাবলির রাতে গভীর রাত পর্যন্ত দেদার শব্দবাজি ফাটানোয় নাকাল কলকাতা। পুলিশ কমিশনার দাবি করলেন, দূষণ কমেছে আগের বছরের তুলনায়, কিন্তু রাতের রিপোর্টে চিত্র একেবারে উল্টো।

শহুরে ভারতীয়রা মিষ্টিপ্রেমী হয়ে উঠেছে! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

সমীক্ষায় জানা গেছে, ভারতের ৫১% শহুরে পরিবার মাসে অন্তত ৩-৪ বার ঐতিহ্যবাহী মিষ্টি খান। তবে ৫৫% নাগরিক এখন পছন্দ করছেন কম চিনি দেওয়া মিষ্টি। ডায়াবেটিস ও কৃত্রিম শর্করার ঝুঁকি নিয়েও সতর্ক বিশেষজ্ঞরা।

মহানগরীতে কালীপুজো: আলোকচিত্রীর ক্যামেরায়  

খবরঅনলাইন ডেস্ক: পঞ্জিকামতে সোমবার দুপুর ২টো ৫৭ মিনিট গতে শুরু হয়েছে অমাবস্যা, চলবে মঙ্গলবার...

আনন্দের মাঝেই শোক, দীপাবলীর রাতে না ফেরার দেশে বর্ষীয়ান অভিনেতা আসরানি

দীপাবলীর আনন্দের মধ্যেই শোকস্তব্ধ বলিউড। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ও কৌতুকশিল্পী আসরানি। বয়স হয়েছিল ৮৪ বছর। শোলে-র জেলর চরিত্রে আজও অমর তিনি।

আরও পড়ুন

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

চিকিৎসা শিক্ষায় বড় পদক্ষেপ! আইআইটি খড়গপুরে শুরু হবে এমডি কোর্স, এনএমসি-র অনুমোদনের অপেক্ষা

আইআইটি খড়গপুর চিকিৎসা শিক্ষায় নতুন অধ্যায় শুরু করতে চলেছে। এনএমসি-র অনুমোদন পেলেই শুরু হবে প্রথম এমডি (Doctor of Medicine) কোর্স। আধুনিক সুবিধাসম্পন্ন স্যামা প্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে হবে প্রশিক্ষণ।

রাজ্যের স্কুলে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ! ৮,০০০-এর বেশি শূন্যপদে আবেদন শুরু ৩ নভেম্বর থেকে

রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ। মোট শূন্যপদ ৮,৪৭৭। আবেদন শুরু ৩ নভেম্বর, চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। মাধ্যমিক ও অষ্টম পাশ প্রার্থীরাই করতে পারবেন আবেদন।