Homeশিক্ষা ও কেরিয়ার১.৩ লক্ষ কনস্টেবল নিয়োগ করছে সিআরপিএফ, দেখুন সরকারি বিজ্ঞপ্তি

১.৩ লক্ষ কনস্টেবল নিয়োগ করছে সিআরপিএফ, দেখুন সরকারি বিজ্ঞপ্তি

প্রকাশিত

নয়াদিল্লি: বিজ্ঞপ্তি জারি করে সিআরপিএফ (CRPF)-এ কনস্টেবল পদের জন্য নিয়োগের ঘোষণা করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। বিজ্ঞপ্তি অনুসারে, প্রায় ১ লক্ষ ৩০ হাজার কনস্টেবল নিয়োগ করবে সিআরপিএফ। ন্যূনতম যোগ্যতা দশম শ্রেণী পাস হওয়ায় অনেকের কাছেই এটি একটি দুর্দান্ত সুযোগ।

মন্ত্রক জানিয়েছে, এই নিয়োগ অভিযানের মাধ্যমে, মোট ১ লক্ষ ২৯ হাজার ৯২৯টি শূন্যপদ পূরণ করা হবে। এর মধ্যে পুরুষদের জন্য শূন্যপদ ১ লক্ষ ২৫ হাজার ২৬২টি এবং ৪ হাজার ৬৬৭টি শূন্যপদ মহিলা প্রার্থীদের জন্য। পোস্টটি জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ ‘সি’, নন-গেজেটেড, (নন-মিনিস্ট্রিয়াল কমব্যাট্যান্ট)-এর অধীনে শ্রেণীবদ্ধ করা হয়েছে।

লেভেল-৩ পে ম্যাট্রিক্সের জন্য এই নিয়োগ ঘোষণা করা হয়েছে। নির্বাচিত প্রার্থীরা ২১ হাজার ৭০০ টাকা থেকে সর্বোচ্চ ৬৯ হাজার ১০০ টাকা পর্যন্ত মাসিক বেতন পাবেন। উল্লেখ্য, নির্বাচিত প্রার্থীদের দু’বছরের জন্য প্রবেশনে থাকতে হবে।

আবেদনকারীর বয়সসীমা

শুধুমাত্র ১৮ থেকে ২৩ বছর বয়সি প্রার্থীরাই আবেদনের যোগ্য। তবে, তফসিলি জাতি বা তফসিলি উপজাতিদের বয়সে পাঁচ বছর ছাড় দেওয়া হবে এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের জন্য তিন বছরের ছাড় দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রথম ব্যাচের প্রাক্তন অগ্নিবীরদের প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা পাঁচ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। বাকি ব্যাচের প্রাক্তন অগ্নিবীর প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা তিন বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে।

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীকে অবশ্যই কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিক (মাধ্যমিক/দশম শ্রেণী) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

শারীরিক দক্ষতা ও লিখিত পরীক্ষা

নিয়োগের জন্য বিজ্ঞাপনে উল্লিখিত কনস্টেবল (সাধারণ দায়িত্ব) পদের জন্য নির্ধারিত শারীরিক দক্ষতা পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় প্রার্থীদের অবশ্যই যোগ্যতা অর্জন করতে হবে। প্রাক্তন অগ্নিবীররা শারীরিক দক্ষতা পরীক্ষা থেকে অব্যাহতি পাবেন।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, তিন আসনে লড়বেন খালেদা জিয়া, নির্বাচনে নামছেন ছেলে তারেক রহমানও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বিএনপি। ২৩৭ আসনে একক প্রার্থী দিচ্ছে দলটি। তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া, বগুড়া-৬ থেকে নির্বাচনে নামছেন তারেক রহমান।

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

আরও পড়ুন

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।