Home শিক্ষা ও কেরিয়ার কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে বহু শূন্য পদে নিয়োগ, কী ভাবে করবেন আবেদন

কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে বহু শূন্য পদে নিয়োগ, কী ভাবে করবেন আবেদন

0
শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে বহু শূন্য পদে নিয়োগ
শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে বহু শূন্য পদে নিয়োগ

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতা বন্দরে (পোশাকি নাম শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর) ১৭টি শূন্য পদে নিয়োগ করা হবে। ওই পদগুলির মধ্যে রয়েছে সেকেন্ড অফিসার (ড্রেজার অ্যান্ড ডেসপ্যাচ সার্ভিস), ট্রেনি ডক পাইলট, ইনল্যান্ড মাস্টার অ্যান্ড রেডিও অফিসার। চুক্তিভিক্তিক চাকরি। ২৬ ডিসেম্বরের মধ্যে অফলাইনে আবেদন পাঠাতে হবে।

কোন পদে কত বেতন

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, সেকেন্ড অফিসার পদে শূন্যপদ ২টি। মাসে বেতন মিলবে ৫৭ হাজার টাকা করে। ট্রেনি ডক পাইলট পদে শূন্যপদ ১০। প্রশিক্ষণের সময় মাসে বেতন মিলবে ৩৫ হাজার টাকা করে আর প্রশিক্ষণ হওয়ার পর মাসে বেতন মিলবে ৫৭ হাজার টাকা করে। ইনল্যান্ড মাস্টার পদে শূন্যপদ ৩টি। মাসে বেতন মিলবে ৪০ হাজার টাকা করে আর রেডিও অফিসার পদে শূন্যপদ ২টি। মাসে বেতন মিলবে ৪৬,৫০০ টাকা করে।

বয়ঃসীমা

সেকেন্ড অফিসার পদে আবেদনের জন্য বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। ট্রেনি ডক পাইলট পদে আবেদনের জন্য বয়স হতে হবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। ইনল্যান্ড মাস্টার পদে আবেদনের জন্য বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। রেডিও অফিসার পদে আবেদনের জন্য বয়স হতে হবে ৫৫ বছরের মধ্যে।

অন্যান্য প্রয়োজনীয় তথ্য

লিখিত পরীক্ষা ও পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। শিক্ষাগত যোগ্যতা ও পরীক্ষার সূচি জানতে নজর রাখতে হবে অফিশিয়াল ওয়েবসাইট www.smp.smportkolkata.in – এ।

ওয়েবসাইট থেকে আবেদনপত্রের নির্দিষ্ট প্রোফর্মা ডাউনলোড করে নিয়ে তার প্রিন্ট আউট বের করে পূরণ করে ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায় – The Director, Maritime Department, Shyama Prasad Mukherjee Port, Kolkata, 15, Strand Road, Kolkata-700001। খামের ওপর বড়ো বড়ো অক্ষরে লিখতে হবে ‘Application for appointment as Second Officer, D&D Services (on contract)’

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version