রাজ্যের বায়ুদূষণ নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। প্রথমবারের মতো কলকাতা-সহ ছয়টি ‘নন-অ্যাটেনমেন্ট’ শহরে চালু করা হচ্ছে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (GRAP)। সোমবার কলকাতা পুরসভা (KMC) ভবনে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
GRAP হল একটি সফটওয়্যার-চালিত সতর্কবার্তা ব্যবস্থা, যার মাধ্যমে বাতাসের গুণমান সূচক (AQI) অনুযায়ী বিভিন্ন সংস্থাকে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হবে। এর মাধ্যমে বায়ুদূষণের প্রভাব কমিয়ে মানুষের স্বাস্থ্য রক্ষা করা সম্ভব হবে বলে জানিয়েছেন এক আধিকারিক।
বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, পরিবেশ সচিব, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (WBPCB) চেয়ারম্যান, পরিবহন সচিব, কলকাতা পুলিশের কমিশনার-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তরের আধিকারিকরা।
AQI অনুযায়ী বিভিন্ন মাত্রার দূষণের জন্য নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা হবে। উদাহরণস্বরূপ, দূষণ বৃদ্ধির ক্ষেত্রে ম্যানুয়াল ঝাঁট দেওয়ার পরিবর্তে যান্ত্রিক ঝাঁট ব্যবস্থার ব্যবহার বাড়ানো হবে। AQI অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে, নির্মাণকাজ সাময়িক বন্ধ রাখা হতে পারে।
অতিরিক্ত দূষণের পরিস্থিতিতে, স্কুল বন্ধ রাখার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি বলে জানিয়েছেন এক আধিকারিক।
ফিরহাদ হাকিম জানান, WBPCB এবং কলকাতা পুলিশ একসঙ্গে দূষণকারী গাড়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে একটি বিশেষ হেল্পলাইন চালু করবে। সাধারণ নাগরিকরা দূষণকারী গাড়ির বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন।
সভায় ‘ভানো’ গাড়ির দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। adulterated fuel ব্যবহারকারী এই গাড়িগুলি শহর এবং শহরতলির বড় দূষণ-উৎস হিসাবে চিহ্নিত হয়েছে।
শীতকালে পাতা পোড়ানো বন্ধেও কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন মেয়র। নিষিদ্ধ প্লাস্টিক ব্যাগ উৎপাদন বন্ধে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফিরহাদ হাকিম বলেন, “গোপনে নিষিদ্ধ প্লাস্টিক উৎপাদনকারী কারখানাগুলিকে চিহ্নিত করার জন্য পরিকাঠামো তৈরি করতে বলা হয়েছে।”