ব্যাঙ্কে চাকরির অপেক্ষায় থাকা প্রার্থীদের জন্য বড় সুযোগ। ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS)-এর তরফে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের রিজিওনাল রুরাল ব্যাঙ্কে (RRB) মোট ১৩,২১৭টি শূন্যপদে নিয়োগ হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে সোমবার থেকে এবং চলবে আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত।
কোন কোন পদে নিয়োগ
- অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস)
- অফিসার স্কেল-১ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার)
- অফিসার স্কেল-২ (জেনারেল ব্যাঙ্কিং অফিসার)
- অফিসার স্কেল-২ (চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ল, মার্কেটিং, ট্রেজারি ম্যানেজার, এগ্রিকালচার, আইটি)
- অফিসার স্কেল-৩ (ম্যানেজার)
নিয়োগ প্রক্রিয়া
- অফিস অ্যাসিস্ট্যান্ট: প্রিলিমিনারি + মেনস পরীক্ষা
- অফিসার স্কেল-১: প্রিলিমিনারি + মেনস + ইন্টারভিউ
- অফিসার স্কেল-২ ও ৩: অনলাইন পরীক্ষা + ইন্টারভিউ
আবেদন ফি
- সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য: ₹১৭৫
- অসংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য: ₹৮৫০
পরীক্ষা
বিভিন্ন পদের পরীক্ষা শুরু হবে নভেম্বর মাস থেকে। বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার আলাদা মাপকাঠি বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে আইবিপিএসের অফিসিয়াল ওয়েবসাইটে।