Homeশিক্ষা ও কেরিয়ারপ্রায় ১ বছর পর ক্যাম্পাসে নিয়োগ শুরু করল ভারতের আইটি কোম্পানিগুলি, তবে...

প্রায় ১ বছর পর ক্যাম্পাসে নিয়োগ শুরু করল ভারতের আইটি কোম্পানিগুলি, তবে চাহিদার ক্ষেত্রে এসেছে বদল

প্রকাশিত

প্রায় এক বছরের বিরতির পর আবারও ভারতের আইটি সংস্থাগুলি ক্যাম্পাসে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। সংস্থাগুলির এই উদ্যোগ ইঙ্গিত করছে শিল্প উজ্জীবনের এবং প্রযুক্তিগত দক্ষতাসম্পন্ন কর্মীদের চাহিদার। কোভিড পরবর্তী সময়ে যখন ব্যবসায়িক ক্ষেত্রে কর্মীর চাহিদা আবার স্বাভাবিক হচ্ছে। বিশেষ প্রযুক্তির দক্ষতাসম্পন্ন কর্মীদের প্রতি আগ্রহ বে়ড়েছে।

তবে, আগে যেখানে একসঙ্গে প্রচুর সংখ্যক এন্ট্রি-লেভেল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হতো, এবার সংস্থাগুলি নির্দিষ্ট দক্ষতাসম্পন্ন প্রার্থীদের নিয়োগে মনোযোগ দিচ্ছে। ক্লাউড কম্পিউটিং, ডেটা অ্যানালিটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ক্ষেত্রে দক্ষ কর্মীরাই বেশি সুযোগ পাচ্ছেন। এই ধরনের পদগুলির জন্য বেতনও অনেকটাই বেশি, যা ৬ থেকে ৯ লক্ষ টাকার মধ্যে রয়েছে, যা সাধারণ এন্ট্রি-লেভেল পদের তুলনায় অনেক বেশি।

এনএমআইএমএস গ্রুপের ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশিক্ষণ ও নিয়োগ অফিসার শৈলেন্দ্র বিদ্যালতে জানান, “এই বছরের প্লেসমেন্ট সিজনে বসার জন্য যোগ্যতার মাপকাঠি বৃদ্ধি করা হয়েছে। গত বছর যেখানে ৬০% নম্বর পেলেই সুযোগ মিলত, এবার তা বেড়ে ৭০% করা হয়েছে।”

নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে নতুন পদ্ধতি অনুসরণ করছে সংস্থাগুলি। কেবলমাত্র প্রার্থীর কোডিং দক্ষতা নয়, প্রার্থীর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল এবং বিভিন্ন সার্টিফিকেশনও খতিয়ে দেখা হচ্ছে। এর ফলে প্রার্থীর কর্মদক্ষতা এবং অভিজ্ঞতার সম্পর্কে সম্যক ধারণা পেতে সক্ষম হচ্ছে নিয়োগকারীরা।

বিশেষ করে ক্লাউড কম্পিউটিং, ডেটা অ্যানালিটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান প্রযুক্তিতে দক্ষ গ্র্যাজুয়েটদের জন্য এই ক্যাম্পাস নিয়োগ একটি বড় সুযোগ হয়ে উঠছে। এই নিয়োগের ফলে প্রযুক্তি শিল্পে একটি নতুন কর্মসংস্থান সম্ভাবনার সূচনা হয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

আরও পড়ুন

চিকিৎসা শিক্ষায় বড় পদক্ষেপ! আইআইটি খড়গপুরে শুরু হবে এমডি কোর্স, এনএমসি-র অনুমোদনের অপেক্ষা

আইআইটি খড়গপুর চিকিৎসা শিক্ষায় নতুন অধ্যায় শুরু করতে চলেছে। এনএমসি-র অনুমোদন পেলেই শুরু হবে প্রথম এমডি (Doctor of Medicine) কোর্স। আধুনিক সুবিধাসম্পন্ন স্যামা প্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে হবে প্রশিক্ষণ।

রাজ্যের স্কুলে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ! ৮,০০০-এর বেশি শূন্যপদে আবেদন শুরু ৩ নভেম্বর থেকে

রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ। মোট শূন্যপদ ৮,৪৭৭। আবেদন শুরু ৩ নভেম্বর, চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। মাধ্যমিক ও অষ্টম পাশ প্রার্থীরাই করতে পারবেন আবেদন।

মুর্শিদাবাদে স্বাস্থ্য দফতরে বড় নিয়োগ! মেডিক্যাল অফিসার-ল্যাব টেকনিশিয়ান সহ ৬০টি শূন্যপদে আবেদন চলছে

মুর্শিদাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে ৬০টি শূন্যপদে বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিক্যাল অফিসার, ল্যাব টেকনিশিয়ান ও অডিওলজিস্ট নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করা যাবে ৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত wbhealth.gov.in বা murshidabad.gov.in ওয়েবসাইটে। বেতন ২২-৭০ হাজার টাকা।