Homeশিক্ষা ও কেরিয়ারভারতীয় রেলে ২২ হাজার শূন্যপদে নিয়োগ, অনলাইনে আবেদন শুরু— বিস্তারিত জানুন

ভারতীয় রেলে ২২ হাজার শূন্যপদে নিয়োগ, অনলাইনে আবেদন শুরু— বিস্তারিত জানুন

ভারতীয় রেলে ২২ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। অনলাইনে আবেদন, ফি নেই— জেনে নিন পদ, যোগ্যতা ও শেষ তারিখ।

প্রকাশিত

চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। সারা দেশে প্রায় ২২ হাজার শূন্যপদে সহকারী নিয়োগ করতে চলেছে Indian Railways। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে Railway Recruitment Board (আরআরবি)। যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট indianrailways.gov.in মারফত। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি

চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন সহকারী পদে বিপুল সংখ্যক শূন্যপদ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য—

  • অ্যাসিসট্যান্ট ট্র্যাক মেশিন: ৬০০
  • অ্যাসিসট্যান্ট ব্রিজ: ৬০০
  • ট্র্যাক মেন্টেনার গ্রুপ–৪: ১১,০০০
  • অ্যাসিসট্যান্ট পি–ওয়ে: ৩০০
  • অ্যাসিসট্যান্ট টিআরডি: ৮০০
  • অ্যাসিসট্যান্ট লোকোশেড (ইলেকট্রিক্যাল): ২০০
  • অ্যাসিসট্যান্ট অপারেশনস (ইলেকট্রিক্যাল): ৫০০
  • অ্যাসিসট্যান্ট টিএল অ্যান্ড এসি: ৫০০
  • অ্যাসিসট্যান্ট সি অ্যান্ড ডব্লিউ: ১,০০০
  • পয়েন্টসম্যান বি: ৫,০০০
  • অ্যাসিসট্যান্ট এস অ্যান্ড টি: ১,৫০০

এই সব মিলিয়ে মোট শূন্যপদ প্রায় ২২ হাজার। আবেদনকারীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিই বা বিটেক ডিগ্রি থাকতে হবে। এই নিয়োগে কোনও আবেদনমূল্য লাগবে না। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। উল্লেখযোগ্য ভাবে, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরও কয়েকটি পদে নিয়োগের প্রক্রিয়াও চালু করেছে। এই ক্ষেত্রে আবেদন করতে হবে ২৯ জানুয়ারির মধ্যে। পশ্চিমবঙ্গের প্রার্থীরা কলকাতা, মালদহ ও শিলিগুড়ি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট মারফত আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৩০ ডিসেম্বর, চলবে ২৯ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এই নিয়োগে আধার কার্ড দিয়ে অনলাইন ভেরিফিকেশন বাধ্যতামূলক। আধার কার্ডে থাকা নাম ও জন্মতারিখের সঙ্গে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার শংসাপত্রের তথ্য মিললেই ভেরিফিকেশন সম্পূর্ণ হবে।

বিভিন্ন পদের মধ্যে রয়েছে—

  • সিনিয়র পাবলিসিটি ইনস্পেক্টর: শূন্যপদ ১৫, বয়স ১৮–৩৩ বছর, বেতন ৩৫,৪০০ টাকা
  • ল্যাব অ্যাসিসট্যান্ট গ্রুপ–৩ (কেমিস্ট অ্যান্ড মেটালার্জিস্ট): শূন্যপদ ৩৯, বয়স ১৮–৩০ বছর, বেতন ১৯,৯০০ টাকা
  • চিফ ল অ্যাসিসট্যান্ট: শূন্যপদ ২২, বয়স ১৮–৪০ বছর, বেতন ৪৪,৯০০ টাকা
  • জুনিয়র ট্রান্সলেটর (হিন্দি): শূন্যপদ ২০২, বয়স ১৮–৩৩ বছর, বেতন ৩৫,৪০০ টাকা
  • স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইনস্পেকটর: শূন্যপদ ২৪, বয়স ১৮–৩৩ বছর, বেতন ৩৫,৪০০ টাকা
  • পাবলিক প্রসিকিউটর: শূন্যপদ ৭, বয়স ১৮–৩২ বছর, বেতন ৪৪,৯০০ টাকা
  • সায়েন্টিফিক অ্যাসিসট্যান্ট (ট্রেনিং): শূন্যপদ ২, বয়স ১৮–৩৫ বছর, বেতন ৩৫,৪০০ টাকা

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এই একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি ঘিরে চাকরিপ্রার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট ওয়েবসাইটে ঢুকে বিজ্ঞপ্তি ভালো করে পড়ে আবেদন করার পরামর্শ দিচ্ছেন কর্তৃপক্ষ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শুরু হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পর্ষদ আয়োজিত ২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী ২০২৬-এ বিশেষ আকর্ষণ ‘ফেমাস পিপল রেট্রোস্পেকটিভ’। দুর্লভ নথি ও স্মারকের মাধ্যমে তুলে ধরা হবে বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও অবদান।

আইএসআই ক্যাম্পাসে গাছ কাটা নিয়ে বিতর্ক, কীসের ভিত্তিতে অনুমতি, তদন্তে নামল বন উন্নয়ন পর্ষদ

কলকাতার আইএসআই ক্যাম্পাসে একাধিক গাছ কাটার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক। কেন গাছ কাটা হল ও কী ভাবে অনুমতি মিলল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করল পশ্চিমবঙ্গ বন উন্নয়ন পর্ষদ।

নতুন বছরের শুরুতেই সুখবর বেঙ্গল সাফারিতে, বিপন্নপ্রায় ম্যানড্রিলের সফল প্রজনন

নতুন বছরের শুরুতেই সুখবর বেঙ্গল সাফারিতে। শিলিগুড়িতে বিপন্নপ্রায় ম্যানড্রিলের সফল প্রজনন। মা ও শাবক দু’জনেই সুস্থ, খুশি বনদপ্তর ও জু কর্তৃপক্ষ।

১০ ডিগ্রির ঘরেই কলকাতার পারদ, কুয়াশা ও শৈত্যপ্রবাহে কাঁপছে বাংলা, আর কতদিন চলবে?

চলতি মরসুমের শীতলতম দিন কলকাতায়, পারদ নেমেছে ১০.২ ডিগ্রিতে। কুয়াশা ও শৈত্যপ্রবাহে কাঁপছে দক্ষিণবঙ্গ। শনিবার পর্যন্ত ঠান্ডা ও ঘন কুয়াশার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

আরও পড়ুন

পশ্চিম মেদিনীপুরে সরকারি চাকরি: অ্যাডিশনাল ইনস্পেকটর থেকে পিয়ন—১৮টি শূন্যপদে নিয়োগ, জানুয়ারিতে ওয়াক-ইন ইন্টারভিউ

পশ্চিম মেদিনীপুরে সরকারি দফতরে ১৮টি শূন্যপদে নিয়োগ। জানুয়ারিতে ওয়াক-ইন ইন্টারভিউ, বেতন ৮,০০০–১৫,000 টাকা। পদ, তারিখ ও শর্ত জেনে নিন।

ক্রীড়া প্রশাসনে কাজের সুযোগ! ২০২৬ সাল থেকে কলেজ-ইউনিভার্সিটির পড়ুয়াদের জন্য ইন্টার্নশিপ চালু কেন্দ্রের

২০২৬ সাল থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ও ন্যাডা-সহ বিভিন্ন সংস্থায় ইন্টার্নশিপ করতে পারবেন। ক্রীড়া বিজ্ঞান, ডোপিং নীতি, ম্যাচ ম্যানেজমেন্ট থেকে প্রশাসনিক দক্ষতা—সব ক্ষেত্রেই প্রশিক্ষণ।

কোল ইন্ডিয়ায় ১২৫টি শূন্যপদে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনি নিয়োগ, বেতন ₹22,000—আবেদন ১৫ জানুয়ারির মধ্যে

রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়ায় ইন্ডাস্ট্রিয়াল ট্রেনি পদে ১২৫টি শূন্যপদে নিয়োগ। কলকাতা-সহ বিভিন্ন রাজ্যে চাকরি, মাসিক বেতন ₹22,000। সিএ/সিএমএ যোগ্যতায় আবেদন করা যাবে। অনলাইন আবেদন শেষ তারিখ ১৫ জানুয়ারি।