আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় পড়ুয়াদের জয়জয়কার। ম্যাথস অলিম্পিয়াডের পর এ বার ফিজিক্স অলিম্পিয়াডেও জয়জয়কার মেধাবী ভারতীয় পড়ুয়াদের। ২১ থেকে ২৯ জুলাই ইরানের ইসফাহানে বসেছিল ৫৪তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াড। ৫ জন ভারতীয় পড়ুয়া যোগ দিয়েছিলেন ওই ফিজিক্স অলিম্পিয়াডে। ৫ জনই ফিজিক্স অলিম্পিয়াডে পদক জিতেছেন। ২টো স্বর্ণপদক আর ৩টে রুপোর পদক জিতেছেন ভারতীয় পড়ুয়ারা।
ছত্তীসগঢ়ের রিদম কেড়িয়া আর মধ্যপ্রদেশের বেদ লাহোটি ফিজিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক জিতেছেন। মহারাষ্ট্রের আকর্ষরাজ সহায়, রাজস্থানের জয়বীর সিং আর উত্তরপ্রদেশের ভব্যা তিওয়ারি রুপোর পদক জিতেছেন।
এবারের ফিজিক্স অলিম্পিয়াডে ৪৩টি দেশের মোট ১৯৩ জন পড়ুয়া যোগ দিয়েছিলেন। পদকের তালিকায় ভিয়েতনামের সঙ্গে চতুর্থ স্থানে আছে ভারত। শীর্ষ স্থানে আছে চিন। রাশিয়া রয়েছে দ্বিতীয় স্থানে। রোমানিয়া আছে তৃতীয় স্থানে। ভারতের দলে ৪ জন অধ্যাপক বৈজ্ঞানিক পর্যবেক্ষক হিসাবে ছিলেন।
ম্যাথস অলিম্পিয়াড থেকে ৪টি সোনা, ১টি রুপো
ফিজিক্স অলিম্পিয়াডের মতোই ম্যাথস অলিম্পিয়াডে গিয়েছিলেন ৬ ভারতীয় পড়ুয়া। ১১ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের বাথে বসেছিল আন্তর্জাতিক ম্যাথস অলিম্পিয়াডের আসর। ভারতীয় দল ৪টি সোনা আর একটি রুপোর পদক জিতেছে। ১০৮টি দেশের মধ্যে পদক তালিকায় চতুর্থ স্থানে আছে ভারত।
৬ জন ভারতীয় পড়ুয়ার মধ্যে ছিলেন মহারাষ্ট্রের আদিত্য মাঙ্গুড়ি ভেঙ্কট গণেশ, অসমের আনন্দ ভাদুড়ী, উত্তরপ্রদেশের কনভ তলোয়ার, মহারাষ্ট্রের রুশিল মাথুর, দিল্লির অর্জুন গুপ্তা আর মহারাষ্ট্রের সিদ্ধার্থ চোপড়া। ম্যাথস অলিম্পিয়াডে যোগদানকারী ভারতীয় পড়ুয়াদের মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এ অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন
স্কুলপড়ুয়াদের পড়ার বোঝা কমাতে কী উদ্যোগ নিল কেরল সরকার