Home কেনাকাটা পকেটের সঙ্গে সামঞ্জস্য রেখে ৯ হাজারের নীচে স্মার্টফোন আনল রিয়েলমি  

পকেটের সঙ্গে সামঞ্জস্য রেখে ৯ হাজারের নীচে স্মার্টফোন আনল রিয়েলমি  

0

নারজো (Narzo) সিরিজের অধীনে রিয়েলমি নারজো এন৬১ (Realme Narzo N61) স্মার্টফোন বাজারে এল। এই ফোনটিতে আরমোরশেল (ArmorShell) প্রোটেকশন এবং ৬ জিবি র‍্যাম (6GB RAM) এবং ৬জিবি ভার্চুয়াল র‍্যাম (6GB Virtual RAM) সহ মোট ১২জিবি র‍্যাম-এর (12GB RAM) পারফরমেন্স পাওয়া যাবে।

রিয়েলমি নারজো এন৬১ স্মার্টফোন দুটি স্টোরেজ ভেরিয়েন্টে বাজারে আনা  হয়েছে। ৪ জিবি র‍্যাম (4GB RAM) এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৭৪৯৯ টাকা আর ৬ জিবি র‍্যাম (6GB RAM) ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৮৪৯৯ টাকা। সংস্থার পক্ষ থেকে এই ফোনটির ওপর ৫০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে এবং এর ফলে ফোনটির দাম যথাক্রমে ৬,৯৯৯ এবং ৭,৯৯৯ টাকা হয়ে যাবে।

নারজো এন৬১ ফোনটি ৬ আগস্ট থেকে ভয়েজ ব্লু (Voyage Blue) এবং মার্বেল ব্ল্যাক (Marble Black) রঙে পাওয়া যাবে। রিটেল স্টোরের পাশাপাশি রিয়েলমির নিজস্ব ওয়েবসাইট ও ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকেও এই নয়া মডেলের স্মার্টফোন কেনা যাবে।

রিয়েলমি নারজো এন৬১ স্মার্টফোনটিতে ১৬০০ x ৭২০ পিক্সেল রেজোলিউশনওয়ালা ৬.৭৪ ইঞ্চির এইচডি+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে রয়েছে। রিয়েলমি নারজো এন৬১ ৪জি ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ এবং রিয়েলমি ইউআই সহ বাজারে আনা হয়েছে।

প্রসেসিঙের জন্য এই ফোনটিতে ১.৮ গিগাহার্টস ক্লক স্পিডযুক্ত ইউনিসোক টি৬১২ (UNISOC T612) অক্টাকোর চিপসেট রয়েছে। উন্নতমানের ছবি ও ভিডিও তোলার জন্য রিয়েলমি নারজো এন৬১ স্মার্টফোনটিতে এফ/১.৮ অ্যাপার্চারযুক্ত ৩২ এমপি সুপার ক্লিয়ার ক্যামেরা (32MP Super Clear Camera) দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এ ছাড়াও পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ইউএসবি টাইপ সি পোর্ট ও ১০ ওয়াট চার্জিং-সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

পাশাপাশি, এই স্মার্টফোনটিতে এআই বুস্ট ইঞ্জিন (AI Boost Engine) ফিচার যোগ করা হয়েছে। এই ফোনে ৩.৫মিমি হেডফোন জ্যাক এবং আইপি৫৪ (IP54) প্রোটেকশন-সহ ব্লুটুথ ৫.০ এবং ৫ গিগা হার্ৎজ Wi-Fi-এর মতো বিভিন্ন ফিচারও রয়েছে।

আরও পড়ুন

নয়া মডেলের স্মার্টফোন বাজারে আনল স্যামসাঙ, গ্যালাক্সি এম৩৫ ৫জি

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version