Homeশিক্ষা ও কেরিয়ারবছর ঘুরলেই ৯ শতাংশ বাড়বে কাজের বাজার, নজরে কোন কোন ক্ষেত্র

বছর ঘুরলেই ৯ শতাংশ বাড়বে কাজের বাজার, নজরে কোন কোন ক্ষেত্র

প্রকাশিত

২০২৫-এ ভারতের চাকরির বাজারে ৯ শতাংশ বৃদ্ধির ইঙ্গিত! চর্চায় আইটি, খুচরো ব্যবসা এবং ব্যাংকিং খাত

২০২৫ সালে ভারতের চাকরির বাজার ৯ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা দেখাচ্ছে। যেখানে প্রধান অবদান থাকবে তথ্যপ্রযুক্তি, খুচরো ব্যবসা, টেলিকম এবং ব্যাংকিং, আর্থিক পরিষেবা ও বিমা (BFSI)-র মতো ক্ষেত্রগুলো। চাকরি ও প্রতিভা প্ল্যাটফর্ম ফাউন্ডইট (Foundit)-এর (আগের মনস্টার এপিএসি অ্যান্ড এমই) তথ্য অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বর মাসে নিয়োগের হার আগের বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ এবং আগের মাসের তুলনায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ফাউন্ডইট-এর সমীক্ষা অনুযায়ী, উদীয়মান প্রযুক্তি এবং ব্যবসার অগ্রাধিকার পরিবর্তন ২০২৫ সালে ভারতের চাকরির বাজারকে নতুন আকার দেবে। এজ কম্পিউটিং, কোয়ান্টাম অ্যাপ্লিকেশন এবং সাইবার সুরক্ষা প্রযুক্তির উন্নয়ন উৎপাদন, স্বাস্থ্যসেবা এবং আইটি শিল্পে রূপান্তর ঘটাবে। অন্য দিকে, ছোটো মিডিয়া নেটওয়ার্ক এবং এআই-চালিত কর্মী বিশ্লেষণ ই-কমার্স, মানবসম্পদ এবং ডিজিটাল পরিষেবার ক্ষেত্রে প্রতিভার চাহিদা পুনর্গঠন করবে।

ফাউন্ডইট-এর সমীক্ষায় আরও বলা হয়েছে, সংস্থাগুলি ডিজিটাল মার্কেটিং, বিজ্ঞাপন ব্যবস্থাপনা এবং মানবসম্পদ বিশ্লেষণে দক্ষ পেশাদারদের খুঁজছে।

ফাইন্ডইট-এর ভাইস প্রেসিডেন্ট অনুপমা ভীমরাজকা সংবাদমাধ্যমের কাছে বলেন, “বিভিন্ন সংস্থা অভিজ্ঞ পেশাদারদের পাশাপাশি প্রতিষ্ঠিত কেন্দ্রগুলির বাইরেও প্রতিভা খুঁজছে। এই পদক্ষেপ একটি স্বাস্থ্যকর, বৈচিত্র্যময় কাজের পরিবেশ তৈরি করবে, যা ভবিষ্যতের চাহিদার সঙ্গে মানানসই কর্মীশক্তি গড়তে সাহায্য করবে।”

তথ্যপ্রযুক্তি খাত ২০২৫ সালে নিয়োগে ১৫ শতাংশ বৃদ্ধি অর্জন করবে বলে আশা করা হচ্ছে। এর চালিকা শক্তি হিসেবে কাজ করবে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারের (GCCs) সম্প্রসারণ এবং মাল্টি-ক্লাউড-এর অন্তর্ভুক্তকরণ।

উল্লেখযোগ্য ভাবে, অনেকেই যেখানে মনে করেছিল এআইয়ের ফলে ভারতে চাকরির বাজার অনেক বেশি কমবে। কিন্তু সেই সব ধারণাকে ভুল প্রমাণিত করে ভারতের বাজারে নতুন কাজের জোয়ার আনবে এআই। বিশেষজ্ঞরা মনে করছেন, যদিও অনেক পুরনো কাজের ধরণ প্রযুক্তির কারণে বিলুপ্ত হতে পারে, তবে নতুন শিল্প এবং সেক্টর তৈরি হওয়ার মাধ্যমে লক্ষ লক্ষ নতুন চাকরি সৃষ্টি হবে।

আরও পড়ুন: এসবিআই ক্লার্ক নিয়োগ: ১৩,৭৩৫ পদের জন্য আবেদন শুরু, কী ভাবে করবেন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

চিকিৎসা শিক্ষায় বড় পদক্ষেপ! আইআইটি খড়গপুরে শুরু হবে এমডি কোর্স, এনএমসি-র অনুমোদনের অপেক্ষা

আইআইটি খড়গপুর চিকিৎসা শিক্ষায় নতুন অধ্যায় শুরু করতে চলেছে। এনএমসি-র অনুমোদন পেলেই শুরু হবে প্রথম এমডি (Doctor of Medicine) কোর্স। আধুনিক সুবিধাসম্পন্ন স্যামা প্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে হবে প্রশিক্ষণ।

রাজ্যের স্কুলে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ! ৮,০০০-এর বেশি শূন্যপদে আবেদন শুরু ৩ নভেম্বর থেকে

রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ। মোট শূন্যপদ ৮,৪৭৭। আবেদন শুরু ৩ নভেম্বর, চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। মাধ্যমিক ও অষ্টম পাশ প্রার্থীরাই করতে পারবেন আবেদন।

মুর্শিদাবাদে স্বাস্থ্য দফতরে বড় নিয়োগ! মেডিক্যাল অফিসার-ল্যাব টেকনিশিয়ান সহ ৬০টি শূন্যপদে আবেদন চলছে

মুর্শিদাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে ৬০টি শূন্যপদে বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিক্যাল অফিসার, ল্যাব টেকনিশিয়ান ও অডিওলজিস্ট নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করা যাবে ৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত wbhealth.gov.in বা murshidabad.gov.in ওয়েবসাইটে। বেতন ২২-৭০ হাজার টাকা।