কলকাতা পুর নিগমে (KMC) ১৩৯টি শূন্যপদে স্টাফ নার্স নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। কলকাতা সিটি এনইউএইচএম সোসাইটির অধীনে চুক্তিভিত্তিক এই নিয়োগের জন্য ২৬ নভেম্বর থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের কেএমসির সরকারি ওয়েবসাইট www.kmcgov.in–এ গিয়ে আবেদন করতে হবে।
কোন কোন পদে কত শূন্যপদ?
চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১৩৯টি শূন্যপদ নিম্নরূপ—
- অসংরক্ষিত (UR): ৩২
- মেধাবী দক্ষ খেলোয়াড় (Meritorious Sports Persons–UR): ১৩
- UR-শারীরিকভাবে বিশেষ সক্ষম (PwD): ১৮
- তপশিলি জাতি (SC): ৮
- EWS: ৩৪
- SC–PwD: ২
- তপশিলি উপজাতি (ST): ১৬
- OBC: ১৬
বেতন
এই পদটি চুক্তিভিত্তিক, মাসিক পারিশ্রমিক ₹২৫,০০০।
যোগ্যতা
আবেদনকারীর অবশ্যই—
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
- বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে
- B.Sc Nursing ডিগ্রি থাকতে হবে
অথবা - ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে GNM প্রশিক্ষণ থাকতে হবে
- পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন আবশ্যক
- বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে
নির্বাচন পদ্ধতি
যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে। ইন্টারভিউ সংক্রান্ত তারিখ ও অন্যান্য তথ্য পরে জানানো হবে।
আবেদন পদ্ধতি
- আবেদন চলবে অনলাইনে
- আবেদন করতে হবে— www.kmcgov.in
- নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে
রাজ্যে সরকারি স্বাস্থ্য পরিষেবায় নিয়োগে আগ্রহী নার্সদের জন্য এটি একটি বড় সুযোগ। যোগ্য প্রার্থীদের সময় নষ্ট না করে দ্রুত অনলাইনে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: মালদহ মেডিক্যাল কলেজে সিনিয়র রেসিডেন্ট নিয়োগ, ১০ শূন্যপদে ২৮ নভেম্বর ওয়াক-ইন ইন্টারভিউ


