নিটি পিজি ২০২৪ (NEET PG 2024)-এর দ্বিতীয় রাউন্ডের জন্য কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করেছে মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (MCC)। ৪ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর দুপুর ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনকারীরা MCC-এর অফিসিয়াল ওয়েবসাইট mcc.nic.in-এ গিয়ে আবেদন করতে পারবেন।
কাউন্সেলিং-এর গুরুত্বপূর্ণ তারিখ:
- রেজিস্ট্রেশন শুরুর তারিখ: ৪ ডিসেম্বর
- রেজিস্ট্রেশন শেষ তারিখ: ৯ ডিসেম্বর দুপুর ১২টা (পেমেন্টের জন্য বিকেল ৩টে পর্যন্ত সময়)
- পছন্দের তালিকা পূরণ ও লক: ৫ থেকে ৯ ডিসেম্বর
- পছন্দ লক করার সময়: ৯ ডিসেম্বর বিকেল ৪টা থেকে রাত ১১:৫৫
- আসন বন্টন প্রক্রিয়া: ১০ ও ১১ ডিসেম্বর
- ফলাফল ঘোষণা: ১২ ডিসেম্বর
- বরাদ্দকৃত কলেজে রিপোর্টিং: ১৩ থেকে ২০ ডিসেম্বর
- ছাত্রছাত্রীদের ডেটা যাচাই: ২১ ও ২২ ডিসেম্বর
আবেদন করার পদ্ধতি:
- mcc.nic.in ওয়েবসাইটে যান।
- হোমপেজে ‘PG Medical’ বিভাগে ক্লিক করুন।
- ‘New Registration’ লিঙ্কে ক্লিক করে নিট পিজি রোল নম্বর, নাম ও অন্যান্য তথ্য দিন।
- রেজিস্ট্রেশন করার পর লগইন করুন।
- দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিং ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন ফি জমা দিন।
প্রার্থীদের মনে রাখতে হবে, প্রথম রাউন্ডে পূরণ করা পছন্দের তালিকা দ্বিতীয় রাউন্ডে বৈধ হবে না। সেক্ষেত্রে নতুন করে পছন্দের তালিকা পূরণ এবং লক করতে হবে।
সুপ্রিম কোর্টে শুনানি স্থগিত:
এদিকে, এ বছরের নিট পিজি পরীক্ষার স্বচ্ছতা নিয়ে দায়ের হওয়া মামলার শুনানি সুপ্রিম কোর্ট ষষ্ঠবারের জন্য স্থগিত করেছে।
জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার দিনক্ষণ ঘোষণা কানপুর আইআইটি-র