পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল ৭ অগস্ট ঘোষণা হওয়ার কথা ছিল। তবে, নতুন ওবিসি তালিকা ঘিরে তৈরি হওয়া আইনি জটিলতায় ফের ফলপ্রকাশ থমকে গেল। শুধু জয়েন্ট এন্ট্রান্স নয়, একই কারণে স্থগিত রয়েছে আরও ১০টি পরীক্ষার মেধাতালিকা।
বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে বিচারপতি কৌশিক চন্দ সাফ জানিয়ে দেন, নতুন ওবিসি তালিকা মেনে কোনওভাবেই মেধাতালিকা প্রকাশ করা যাবে না। তাঁর নির্দেশ—২০১০ সালের আগের ওবিসি শংসাপত্রকে মান্যতা দিয়েই তালিকা তৈরি করতে হবে। সেই নির্দেশেই বন্ধ হয়ে গিয়েছে ফল প্রকাশ প্রক্রিয়া।
প্রায় ৩ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
হাই কোর্ট আগেই জানায়, ২০১০ সালের পর দেওয়া ওবিসি শংসাপত্রগুলি বৈধ নয়। গত বছরের এক রায়ে এ কথা জানানো হয়েছিল। এর ভিত্তিতেই জয়েন্ট বোর্ডকে পুরনো শংসাপত্র অনুযায়ী ফল প্রকাশের কথা বলা হয়েছিল।
যদিও গত ২৮ জুলাই সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ নিয়ে প্রশ্ন তোলে এবং একটি অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। বৃহস্পতিবার সেই বিষয়েই আদালত অবমাননার মামলায় বিচারপতি কৌশিক চন্দ বলেন, “যখন সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ ছিল না, তখন কেন হাই কোর্টের নির্দেশ মানা হয়নি?”
পরে রায়দানে ফল প্রকাশের জন্য ১৫ দিনের ডেডলাইন বেঁধে দেন বিচারপতি চন্দ।