Home শিক্ষা ও কেরিয়ার পিএম ইন্টার্নশিপ স্কিম ২০২৪: শনিবার বিকেল ৫টায় রেজিস্ট্রেশন শুরু, কী ভাবে আবেদন...

পিএম ইন্টার্নশিপ স্কিম ২০২৪: শনিবার বিকেল ৫টায় রেজিস্ট্রেশন শুরু, কী ভাবে আবেদন করবেন

0

কর্পোরেট বিষয়ক মন্ত্রক (MCA) পিএম ইন্টার্নশিপ স্কিম ২০২৪ (PM Internship Scheme 2024)-এর জন্য রেজিস্ট্রেশন খুলেছে ১২ অক্টোবর ২০২৪, বিকেল ৫টায়। কেন্দ্রের তথ্য অনুযায়ী, এই স্কিমে আগামী ২০২৪-২৫ অর্থবছরে ১.২৫ লক্ষ চাকরির সুযোগ সৃষ্টি হবে বড় বড় কোম্পানিতে।

রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আজ

আজ, ১২ অক্টোবর ২০২৪, পিএম ইন্টার্নশিপ স্কিমের রেজিস্ট্রেশন অফিসিয়াল ওয়েবসাইট pminternship.mca.gov.in-এ খুলবে। আগ্রহীরা বিকেল ৫টায় রেজিস্ট্রেশন করতে এবং প্রোফাইল তৈরি করতে পারবেন। মন্ত্রক নিশ্চিত করেছে যে, রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কোনো আবেদন ফি লাগবে না।

পিএম ইন্টার্নশিপ স্কিম ২০২৪-এর জন্য আবেদন পদ্ধতি

ইন্টার্নশিপের জন্য আবেদন করতে, প্রার্থীদের নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে:

অফিসিয়াল ওয়েবসাইট pminternship.mca.gov.in-এ যান।

রেজিস্টার করুন এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।

তথ্য অনুযায়ী, পোর্টাল স্বয়ংক্রিয়ভাবে একটি রিজিউমে তৈরি করবে।

অবস্থান, ক্ষেত্র এবং যোগ্যতার মতো পছন্দের ভিত্তিতে পাঁচটি কেরিয়ার সুযোগ নির্বাচন করুন।

আবেদন করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য নিশ্চিতকরণ পৃষ্ঠা ডাউনলোড করুন।

ইন্টার্নশিপ তথ্য ও বৈধতা

পিএম ইন্টার্নশিপ স্কিম ১২ মাসের ইন্টার্নশিপ প্রদান করবে বিভিন্ন ক্ষেত্রে, যা যুবক-যুবতীদের বাস্তব কাজের পরিস্থিতির সঙ্গে পরিচয় করাবে। আগামী পাঁচ বছরে প্রায় ১ কোটি যুবক-যুবতী বড় কোম্পানির চাকরিতে নিয়োগ পাবেন। ২০২৪-২৫ সালের লক্ষ্য হল ১.২৫ লক্ষ ইন্টার্নশিপ।

শীর্ষ কোম্পানিতে অংশগ্রহণ

এই স্কিমে অংশগ্রহণ করছে ৫০০টি কোম্পানি, যেমন: আদানি গ্রুপ, কোকা-কোলা, ডেলয়েট, মহিন্দ্রা গ্রুপ, মারুতি সুজুকি, পেপসিকো, উইপ্রো, আইসিআইসিআই এবং হিন্দুস্তান ইউনিলিভার। এই কোম্পানিগুলি বিভিন্ন ক্ষেত্রের মধ্যে ইন্টার্নশিপের বৈচিত্র্যময় সুযোগ দেবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version