পশ্চিমবঙ্গের দ্য ডিরেক্টরেট অফ মেডিক্যাল এডুকেশন ২০২৪ সালের নিট-ইউজি পরীক্ষার কাউন্সেলিং পর্ব শুরু করেছে। ৩টি রাউন্ড ও স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড অর্থাৎ মোট ৪টি রাউন্ডে হবে কাউন্সেলিং পর্ব। ২১ আগস্ট থেকে শুরু হয়েছে প্রথম রাউন্ডের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। চলবে ২৩ আগস্ট পর্যন্ত। এমবিবিএস এবং বিডিএস কোর্সে নিট ইউজি পরীক্ষায় সফল পরীক্ষার্থীরা রাজ্যের মেডিক্যাল কলেজে ভর্তির জন্য নিজেদের নাম নথিবদ্ধ করতে পারে অফিশিয়াল ওয়েবসাইট https://wbmcc.nic.in মারফত। সরাসরি লিঙ্ক হল –https://wbmcc.nic.in/UGMedDen/ugmeddenland.aspx
কীভাবে রেজিস্ট্রেশন করবেন
১) প্রথমেই অফিশিয়াল ওয়েবসাইট https://wbmcc.nic.in যেতে হবে।
২) Candidate Registration and Login লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) New candidate registration লিঙ্কে ক্লিক করুন।
৪) সমস্ত নির্দেশ ভালো করে পড়ে তারপর I agree লিঙ্কে ক্লিক করুন।
৫) নিট ইউজি পরীক্ষার রোল নম্বর, অ্যাপ্লিকেশন নম্বর, নিজের নাম, মায়ের নাম, জন্মতারিখ দিয়ে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন হয়ে গেলে এবার আবেদনপত্র পূরণ করে ভালো করে সব চেক করুন। তারপর জমা দিন। আবেদন মূল্য জমা দিতে হবে মনে রাখবেন। ২৪ আগস্ট পর্যন্ত নথিপত্র যাচাই করা হবে। ২৭ আগস্ট পরীক্ষার্থীদের নামের তালিকা প্রকাশিত হবে। প্রথম রাউন্ডের কাউন্সেলিং প্রক্রিয়ার অংশ হিসাবে ২৭-২৯ আগস্ট পর্যন্ত অনলাইনে চয়েজ ফিলিং প্রক্রিয়া চলবে। ২ সেপ্টেম্বর প্রথম রাউন্ডের আসন বণ্টনের ঘোষণা হবে। ৩-৫ সেপ্টেম্বরের মধ্যে নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ দিতে হবে বাছাই করা পড়ুয়াদের।
আরও পড়ুন