Home শিক্ষা ও কেরিয়ার শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা...

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

0
HS result

আসছে সেই প্রতীক্ষিত দিন! ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারের ফলাফল প্রকাশিত হতে চলেছে শুক্রবার, ৩১ অক্টোবর। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, দুপুর সাড়ে ১২টায় বিদ্যাসাগর ভবনে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করা হবে।

এরপর দুপুর ২টো থেকে পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের ফলাফল দেখতে পারবেন।

অনলাইনে ফল দেখার ওয়েবসাইট
পরীক্ষার্থীরা নিম্নলিখিত ওয়েবসাইটগুলিতে গিয়ে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগইন করে ফল দেখতে পারবেন—

পরীক্ষা সংক্রান্ত তথ্য
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হয়েছিল চলতি বছরের ৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
এই প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়, এবং প্রশ্নপত্রের ধরন ছিল এমসিকিউ (Multiple Choice Questions) ভিত্তিক।

পরীক্ষার্থী সংখ্যা

  • মোট পরীক্ষার্থী: ৬,৬০,৩৪৩ জন
  • ছাত্র: ২,৯০,৪০৭ জন
  • ছাত্রী: ৩,৬৯,৯৩৫ জন

উচ্চ মাধ্যমিক সংসদ জানিয়েছে, এই নতুন পদ্ধতির ফলাফল প্রকাশের পর আগামী সেমিস্টারগুলির জন্য প্রয়োজনীয় পরিবর্তন ও পর্যালোচনাও করা হবে।

 সংসদ সূত্রে জানা গিয়েছে, ফলাফল প্রকাশের পর স্কুলগুলিতে মার্কশিট পাঠানোর আগেই শিক্ষার্থীরা অনলাইনে নিজেদের নম্বর যাচাই করতে পারবেন। পরে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী স্কুল থেকে নম্বরপত্র সংগ্রহ করা যাবে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version