Homeশিক্ষা ও কেরিয়ার৩ হাজারের বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করবে এসএসসি, আবেদনের শেষ তারিখ ১৮...

৩ হাজারের বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করবে এসএসসি, আবেদনের শেষ তারিখ ১৮ জুলাই

প্রকাশিত

স্টাফ সিলেকশন কমিশন (SSC) বড়সড় কর্মী নিয়োগের ঘোষণা করল। কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এসএসসি-CHSL (Combined Higher Secondary Level) ২০২৫ পরীক্ষার মাধ্যমে মোট ৩,১৩১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

নিযুক্ত প্রার্থীরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ এবং দফতরে Group C পদে কাজের সুযোগ পাবেন। এই পদগুলির মধ্যে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (JSA), পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর (DEO)।

আবেদনের যোগ্যতা:

  • প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।
  • আবেদনকারীদের অবশ্যই দ্বাদশ শ্রেণি (Higher Secondary) পাশ করতে হবে।

আবেদনের নিয়ম:

  • আবেদন করতে হবে অনলাইনে, কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে।
  • আবেদন ফি ১০০ টাকা। তবে মহিলাদের এবং SC, ST, PwBD ও প্রাক্তন সেনাদের জন্য কোনও আবেদন ফি লাগবে না।
  • অনলাইনে ফি জমা দেওয়ার শেষ দিন ১৯ জুলাই ২০২৫।
  • যারা আবেদনপত্রে ভুল করবেন, তাঁদের জন্য সংশোধনের সুযোগ রয়েছে ২৩ ও ২৪ জুলাই ২০২৫।

পরীক্ষার সময়সূচি:

প্রথম ধাপের (Tier-1) CBT পরীক্ষা হবে আগামী ৮ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে। পরীক্ষার সিলেবাস, অ্যাডমিট কার্ড এবং অন্যান্য বিস্তারিত তথ্য এসএসসি-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যাবে।

গুরুত্বপূর্ণ তারিখ:

  • আবেদনের শেষ দিন: ১৮ জুলাই ২০২৫
  • ফি জমার শেষ দিন: ১৯ জুলাই ২০২৫
  • করেকশনের তারিখ: ২৩ ও ২৪ জুলাই ২০২৫
  • টায়ার-১ পরীক্ষা: ৮-১৮ সেপ্টেম্বর ২০২৫

আবেদন লিঙ্ক:

https://ssc.nic.in

আরও পড়ুন: এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সোনভদ্রের পাথরখাদানে ধস: তিন শ্রমিকের মৃতদেহ উদ্ধার, বেশ কয়েকজন এখনও আটকে রয়েছেন

খবর অনলআইন ডেস্ক: উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার বিল্লী মারকুন্ডি এলাকায় একটি পাথরখাদানে ধসে তিনজন শ্রমিকের...

দিল্লি গাড়ি বিস্ফোরণ: আত্মঘাতী হামলা বলে নিশ্চিত করল এনআইএ, কাশ্মীরি যুবক গ্রেফতার

খবর অনলাইন ডেস্ক: দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণকে আত্মঘাতী হামলা বলে নিশ্চিত করল জাতীয়...

বিহার ভোটের ফল প্রকাশের পর লালুর পরিবারে ভাঙন, কীভাবে চরমে পৌঁছল?

বিহার নির্বাচনে পরাজয়ের পর তেজস্বী যাদবের সঙ্গে বৈঠকে তীব্র বিরোধের জেরে রাজনীতি ও পরিবার থেকে দূরে সরে গেলেন লালু যাদবের মেয়ে রোহিনী আচার্য। অভিযোগ উঠছে সঞ্জয় যাদব ও রমিজ নেমত খানের ভূমিকাও রয়েছে।

হজম থেকে হরমোন—গবেষণায় উঠে এল মৌরীর বহুগুণ

খাওয়ার পর অস্বস্তি, গ্যাস, অ্যাসিডিটির সমস্যা কমাতে কার্যকর মৌরী। নতুন গবেষণায় দেখা গেছে, ফাইবার ও অ্যান্টিঅক্সিড্যান্টসমৃদ্ধ মৌরী বিপাকক্রিয়া বাড়ায়, হরমোন নিয়ন্ত্রণ ও ঘুমেরও উন্নতি করে।

আরও পড়ুন

২০২৬ সালে আইসিএসই ও আইএসসি পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ, ফেব্রুয়ারি থেকেই শুরু বোর্ড পরীক্ষা

২০২৬ সালের আইসিএসই ও আইএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করল CISCE। দশম শ্রেণির পরীক্ষা শুরু ১৭ ফেব্রুয়ারি এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু ১২ ফেব্রুয়ারি। কত দিন চলবে পরীক্ষা, কতজন পরীক্ষার্থী বসবে— জেনে নিন বিস্তারিত।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বড় নিয়োগ! পশ্চিমবঙ্গে ৯০ পদে লোকাল অফিসার নেওয়া হবে, আবেদন শেষ ২৩ নভেম্বর

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) পশ্চিমবঙ্গে ৯০টি পদে লোকাল ব্যাঙ্ক অফিসার নেওয়া হবে। গোটা দেশে শূন্যপদ ৭৫০। অনলাইনে আবেদন করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে pnbindia.in-এ।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।