Homeশিক্ষা ও কেরিয়ার৩ হাজারের বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করবে এসএসসি, আবেদনের শেষ তারিখ ১৮...

৩ হাজারের বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করবে এসএসসি, আবেদনের শেষ তারিখ ১৮ জুলাই

প্রকাশিত

স্টাফ সিলেকশন কমিশন (SSC) বড়সড় কর্মী নিয়োগের ঘোষণা করল। কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এসএসসি-CHSL (Combined Higher Secondary Level) ২০২৫ পরীক্ষার মাধ্যমে মোট ৩,১৩১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

নিযুক্ত প্রার্থীরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ এবং দফতরে Group C পদে কাজের সুযোগ পাবেন। এই পদগুলির মধ্যে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (JSA), পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর (DEO)।

আবেদনের যোগ্যতা:

  • প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।
  • আবেদনকারীদের অবশ্যই দ্বাদশ শ্রেণি (Higher Secondary) পাশ করতে হবে।

আবেদনের নিয়ম:

  • আবেদন করতে হবে অনলাইনে, কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে।
  • আবেদন ফি ১০০ টাকা। তবে মহিলাদের এবং SC, ST, PwBD ও প্রাক্তন সেনাদের জন্য কোনও আবেদন ফি লাগবে না।
  • অনলাইনে ফি জমা দেওয়ার শেষ দিন ১৯ জুলাই ২০২৫।
  • যারা আবেদনপত্রে ভুল করবেন, তাঁদের জন্য সংশোধনের সুযোগ রয়েছে ২৩ ও ২৪ জুলাই ২০২৫।

পরীক্ষার সময়সূচি:

প্রথম ধাপের (Tier-1) CBT পরীক্ষা হবে আগামী ৮ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে। পরীক্ষার সিলেবাস, অ্যাডমিট কার্ড এবং অন্যান্য বিস্তারিত তথ্য এসএসসি-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যাবে।

গুরুত্বপূর্ণ তারিখ:

  • আবেদনের শেষ দিন: ১৮ জুলাই ২০২৫
  • ফি জমার শেষ দিন: ১৯ জুলাই ২০২৫
  • করেকশনের তারিখ: ২৩ ও ২৪ জুলাই ২০২৫
  • টায়ার-১ পরীক্ষা: ৮-১৮ সেপ্টেম্বর ২০২৫

আবেদন লিঙ্ক:

https://ssc.nic.in

আরও পড়ুন: এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

‘আনন্দের শহরে’ দুর্গাপুজোর চূড়ান্ত প্রস্তুতি চলছে জোরকদমে: রাজীব বসুর ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: রবিবার হয়ে গেল মহালয়া। পিতৃপুরুষদের তর্পণের মধ্য দিয়ে সাঙ্গ হল পিতৃপক্ষের।...

২৬ সেপ্টেম্বর কলকাতায় আসছেন অমিত শাহ, তিনটি দুর্গাপুজো উদ্বোধনের সম্ভাবনা

২৬ সেপ্টেম্বর কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিধাননগরের ইজ়েডসিসি-সহ উত্তর ও দক্ষিণ কলকাতার তিনটি দুর্গাপুজোর উদ্বোধন করতে পারেন তিনি। ২০২১-এর আগে মোদী ও ২০২৩-এ শাহ করেছিলেন পুজো উদ্বোধন।

LIC পলিসি বনাম হেলথ ইন্স্যুরেন্স: কোনটা আপনার জন্য সঠিক?

LIC পলিসি নেবেন না হেলথ ইন্স্যুরেন্স? জীবন বিমা পরিবারকে আর্থিক সুরক্ষা দেয়, আর হেলথ ইন্স্যুরেন্স স্বাস্থ্য খরচ কভার করে। কোনটা আপনার জন্য সঠিক, জেনে নিন তুলনামূলক বিশ্লেষণে।

কেন্দ্রীয় হারে ডিএ দেয় না ১২ রাজ্য! সুপ্রিম কোর্ট তালিকা দিয়ে জানাল রাজ্য, বেশিরভাগ বিজেপি শাসিত

সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্যে জানাল পশ্চিমবঙ্গ, দেশের অন্তত ১২টি রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না। রাজ্যের দাবি, ডিএ কোনও মৌলিক অধিকার নয়, তা নির্ভর করে আর্থিক সামর্থ্য ও নীতির উপর। মামলাকারীরা পাল্টা জবাব দেবেন শীঘ্রই।

আরও পড়ুন

এসএসসি-র নতুন বিজ্ঞপ্তি, ১৯৪১ জন ‘স্পেশাল এডুকেটর’ নিয়োগ, অনলাইনে আবেদন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করল নতুন বিজ্ঞপ্তি। ১৯৪১ জন স্পেশাল এডুকেটর নিয়োগ হবে নতুন প্রার্থীদের মধ্যে থেকে। কর্মরতদের থেকে নিয়োগ হবে আরও ৮০০ জন। আবেদনপত্র জমা নেওয়া হবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

নদিয়ায় ৪০ স্নাতকের চাকরি, কমিউনিটি অডিটর নিয়োগে বিজ্ঞপ্তি জারি

নদিয়ায় কমিউনিটি অডিটর পদে ৪০ জন স্নাতক নিয়োগ করবে জেলা প্রশাসন। আবেদন করতে হবে ১৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে। বিস্তারিত তথ্য মিলবে nadia.gov.in ওয়েবসাইটে।

উচ্চমাধ্যমিকেও স্বচ্ছতার পথে বড় পদক্ষেপ, প্রকাশ হবে পরীক্ষার্থীদের ওএমআর শিট

প্রথম সেমেস্টারের ফল ঘোষণার ৭২ ঘণ্টা পর থেকে দেখা যাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ওএমআর শিট। সংসদ বলছে, পরীক্ষায় স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ।