Homeশিক্ষা ও কেরিয়ারএসএসসি নিয়োগে ৩৫,৭২৬ শূন্যপদ প্রকাশ, নবম-দশমে ২৩,২১২ ও একাদশ-দ্বাদশে ১২,৫১৪

এসএসসি নিয়োগে ৩৫,৭২৬ শূন্যপদ প্রকাশ, নবম-দশমে ২৩,২১২ ও একাদশ-দ্বাদশে ১২,৫১৪

স্কুলে শিক্ষক নিয়োগে ৩৫,৭২৬ শূন্যপদ প্রকাশ করল এসএসসি। নবম-দশমে ২৩,২১২ ও একাদশ-দ্বাদশে ১২,৫১৪ শূন্যপদ। পরীক্ষা হবে ৭ ও ১৪ সেপ্টেম্বর।

প্রকাশিত

বহু প্রতীক্ষার পর অবশেষে স্কুলে শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। শুক্রবার এসএসসি ঘোষণা করল, মোট ৩৫,৭২৬টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর মধ্যে নবম-দশম শ্রেণির জন্য ২৩,২১২টি শূন্যপদ এবং একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য ১২,৫১৪টি শূন্যপদ

আগামী ৭ সেপ্টেম্বর (রবিবার) নবম-দশমের পরীক্ষা এবং ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশের পরীক্ষা নেওয়া হবে। দেড় ঘণ্টার এই পরীক্ষা কেন্দ্রজুড়ে অনুষ্ঠিত হবে। উল্লেখযোগ্যভাবে, সুপ্রিম কোর্টের নির্দেশে ১৭% ওবিসি সংরক্ষণ মেনে নিয়েই এই শূন্যপদের তালিকা প্রকাশ করেছে কমিশন। নবম-দশমে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে ভৌতবিজ্ঞানে, আর সবচেয়ে কম ভূগোলে।

এর আগেই ধনধান্য অডিটোরিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন নিয়োগ সংক্রান্ত এই শূন্যপদের সংখ্যা নিয়ে। শুক্রবার প্রকাশিত তালিকায় বিষয়ভিত্তিক ও জাতি-ভিত্তিক বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।

তবে বিতর্কও কম নেই। স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত তালিকায় বহু ‘দাগি’ প্রার্থীর নাম নেই বলে অভিযোগ তুলেছেন চাকরিহারা এক যোগ্য প্রার্থী। তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ স্পষ্ট নির্দেশ দেয়—যাঁরা ‘দাগি’ বলে চিহ্নিত, তাঁরা কোনওভাবেই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। এমনকি যাঁদের নিয়োগ আগে হয়নি, তাঁদেরও পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয়।

সব মিলিয়ে, নিয়োগ নিয়ে একদিকে যেমন হাজার হাজার প্রার্থী নতুন আশার আলো দেখছেন, অন্যদিকে সুপ্রিম কোর্টের নজরদারিতে চলছে নিয়োগ প্রক্রিয়ার খুঁটিনাটি। এখন চোখ ৭ ও ১৪ সেপ্টেম্বরের পরীক্ষার দিকে।

আরও পড়ুন: এলআইসি হাউজিং ফিনান্সে ১৯২ শিক্ষানবিশ নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে বন্ধ থাকবে হাওড়ার পানীয় জল সরবরাহ

পদ্মপুকুর ইনটেক পয়েন্টে পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে হাওড়া পুরসভার সব ওয়ার্ডে বন্ধ থাকবে জল সরবরাহ। সন্ধ্যা থেকে ফের স্বাভাবিক পরিষেবা।

স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআরের নথি হিসাবে ব্যবহার করা যাবে না, জানাল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডকে বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর)-র নথি হিসাবে গণ্য করা যাবে না। নাগরিকত্বের প্রমাণস্বরূপ নথিই কেবল গ্রহণযোগ্য হবে।

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

বিষহরা গানকে ফিরিয়ে আনতে শিবমন্দির পুজোর থিম ‘বিষহরি’, মণ্ডপে ১০০ ফুট লম্বা সাপ

দক্ষিণ কলকাতার শিবমন্দির সর্বজনীন দুর্গোৎসবের এবছরের থিম ‘বিষহরি’। বাংলার লুপ্তপ্রায় লোকসংস্কৃতি বিষহরা গানকে বাঁচিয়ে তোলার প্রয়াসে মণ্ডপে থাকছে বিশেষ সজ্জা ও ১০০ ফুট লম্বা সাপ।

আরও পড়ুন

এসএসসি-র নতুন বিজ্ঞপ্তি, ১৯৪১ জন ‘স্পেশাল এডুকেটর’ নিয়োগ, অনলাইনে আবেদন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করল নতুন বিজ্ঞপ্তি। ১৯৪১ জন স্পেশাল এডুকেটর নিয়োগ হবে নতুন প্রার্থীদের মধ্যে থেকে। কর্মরতদের থেকে নিয়োগ হবে আরও ৮০০ জন। আবেদনপত্র জমা নেওয়া হবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

নদিয়ায় ৪০ স্নাতকের চাকরি, কমিউনিটি অডিটর নিয়োগে বিজ্ঞপ্তি জারি

নদিয়ায় কমিউনিটি অডিটর পদে ৪০ জন স্নাতক নিয়োগ করবে জেলা প্রশাসন। আবেদন করতে হবে ১৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে। বিস্তারিত তথ্য মিলবে nadia.gov.in ওয়েবসাইটে।

উচ্চমাধ্যমিকেও স্বচ্ছতার পথে বড় পদক্ষেপ, প্রকাশ হবে পরীক্ষার্থীদের ওএমআর শিট

প্রথম সেমেস্টারের ফল ঘোষণার ৭২ ঘণ্টা পর থেকে দেখা যাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ওএমআর শিট। সংসদ বলছে, পরীক্ষায় স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ।