Homeশিক্ষা ও কেরিয়ারNEET UG 2024: পরীক্ষা বহাল রেখে এনটিএ-কে ত্রুটি সংশোধন করতে বলল সুপ্রিম...

NEET UG 2024: পরীক্ষা বহাল রেখে এনটিএ-কে ত্রুটি সংশোধন করতে বলল সুপ্রিম কোর্ট  

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: ২০২৪ সালের নিট ইউজি (NEET UG) পরীক্ষা বাতিল করল না সুপ্রিম কোর্ট। এ ব্যাপারে তারা তাদের ২৩ জুলাইয়ের রায় বহাল রাখল। শীর্ষ আদালত শুক্রবার বলেছে, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়াকে কেন্দ্র করে এ বছরের নিট ইউজি পরীক্ষা বাতিল করা হচ্ছে না। কারণ, প্রশ্নপত্র ফাঁস হলেও তা সীমাবদ্ধ জায়গায় হয়েছে এবং তাতে পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়নি।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রকে গঠিত ডিভিশন বেঞ্চ বলেছে, “হাজারিবাগ ও পটনার বাইরে আর কোথাও পরীক্ষার পবিত্রতা ভাঙা হয়নি। তাই আমরা নিট ইউজি পরীক্ষা বাতিল করলাম না।”

ডিভিশন বেঞ্চ বলেছে, পরীক্ষাকে ঘিরে এ বছর যেসব ত্রুটি দেখা গেল তা ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে (এনটিএ) শোধরাতেই হবে। এ সব কাণ্ডে ছাত্রদের কোনো স্বার্থ রক্ষিত হয় না।

ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাজকর্ম পর্যালোচনা এবং পরীক্ষা পদ্ধতি সংস্কার সংক্রান্ত সুপারিশ করার জন্য ইসরোর প্রাক্তন প্রধান কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে কেন্দ্র যে প্যানেল তৈরি করেছে তার প্রতি নির্দেশ জারি করেছে ডিভিশন বেঞ্চ। প্যানেলের কাজের পরিধিও বাড়িয়ে দিয়েছে বেঞ্চ। বেঞ্চ বলেছে, পরীক্ষা পদ্ধতিতে যেসব গলদ রয়েছে তা দূর করার জন্য কী কী ব্যবস্থা নিতে হবে সে সংক্রান্ত রিপোর্ট আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জমা দেব প্যানেল।

এ বছরের নিট ইউজি পরীক্ষা বাতিল করে আবার পরীক্ষা নেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে বেশ কিছু আবেদন জমা পড়ে। গত ২৩ জুলাই শীর্ষ আদালত সেই সব আবেদন খারিজ করে দিয়ে বলেছিল, একেবারে পরিকল্পনামাফিক পরীক্ষার পবিত্রতা নষ্ট করে সবকিছু দুষিত করা হয়েছে, এমন সিদ্ধান্তে আসার মতো সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সুপ্রিম কোর্টের এই রায়ে কেন্দ্রের এনডিএ মুখ কিছুটা হলেও বাঁচল। এমবিবিএস, বিডিএস, আয়ুষ এবং এ ধরনের আরও কিছু কোর্সে ভর্তি হওয়ার জন্য গত ৫ মে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েট ২০২৪ (NEET UG) নেওয়া হয়। তাতে ২৩ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল।          

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে আসছে ৩ নতুন ফিচার, বদলাবে ব্যবহার

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে যোগ হচ্ছে তিনটি নতুন ফিচার—মেম্বার ট্যাগ, টেক্সট স্টিকার ও ইভেন্ট রিমাইন্ডার। ধাপে ধাপে এই আপডেট সব ব্যবহারকারীর কাছে পৌঁছবে বলে জানাল WhatsApp।

ইরানে কেন এতো তীব্র হল গণবিক্ষোভ?

রানে সরকার-বিরোধী গণবিক্ষোভ চরমে। ৪২ জনের মৃত্যুর দাবি, ইন্টারনেট বন্ধ করে কড়া দমন প্রশাসনের। অর্থনৈতিক সংকট ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছে ৩১টি প্রদেশে।

অভিযানের বিরোধিতায় পাল্টা হাই কোর্টে আইপ্যাক কর্ণধারের পরিবার, নথি ছিনতাইয়ের অভিযোগে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে ইডি—শুক্রবার দু’টি মামলার শুনানির সম্ভাবনা

ইডি-র অভিযানের বিরোধিতায় পাল্টা কলকাতা হাই কোর্টে আইপ্যাক কর্ণধারের পরিবার। নথি ছিনতাইয়ের অভিযোগে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে ইডিও আদালতে। শুক্রবার দু’টি মামলার শুনানি হতে পারে।

আইপ্যাকের সল্টলেক দফতর ও কর্ণধারের বাড়িতে ইডি-র হানা, অভিযানস্থলে মুখ্যমন্ত্রী মমতা ও পুলিশ কমিশনার

সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের দফতর ও কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে ইডি-র তল্লাশি। কয়লাপাচার কাণ্ডের পুরনো মামলার সূত্রে এই অভিযান ঘিরে রাজ্য রাজনীতিতে জোর চাঞ্চল্য।

আরও পড়ুন

ভারতীয় রেলে ২২ হাজার শূন্যপদে নিয়োগ, অনলাইনে আবেদন শুরু— বিস্তারিত জানুন

ভারতীয় রেলে ২২ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। অনলাইনে আবেদন, ফি নেই— জেনে নিন পদ, যোগ্যতা ও শেষ তারিখ।

পশ্চিম মেদিনীপুরে সরকারি চাকরি: অ্যাডিশনাল ইনস্পেকটর থেকে পিয়ন—১৮টি শূন্যপদে নিয়োগ, জানুয়ারিতে ওয়াক-ইন ইন্টারভিউ

পশ্চিম মেদিনীপুরে সরকারি দফতরে ১৮টি শূন্যপদে নিয়োগ। জানুয়ারিতে ওয়াক-ইন ইন্টারভিউ, বেতন ৮,০০০–১৫,000 টাকা। পদ, তারিখ ও শর্ত জেনে নিন।

ক্রীড়া প্রশাসনে কাজের সুযোগ! ২০২৬ সাল থেকে কলেজ-ইউনিভার্সিটির পড়ুয়াদের জন্য ইন্টার্নশিপ চালু কেন্দ্রের

২০২৬ সাল থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ও ন্যাডা-সহ বিভিন্ন সংস্থায় ইন্টার্নশিপ করতে পারবেন। ক্রীড়া বিজ্ঞান, ডোপিং নীতি, ম্যাচ ম্যানেজমেন্ট থেকে প্রশাসনিক দক্ষতা—সব ক্ষেত্রেই প্রশিক্ষণ।