স্বাস্থ্যসেবা ও সংশ্লিষ্ট বিষয়ে আর দূরশিক্ষা বা অনলাইন মাধ্যমে পড়াশোনা করা যাবে না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানিয়ে দিয়েছে, চলতি শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে এই নিয়ম।
ইউজিসি-র তরফে জানানো হয়েছে, গত জুলাইয়ে অনুষ্ঠিত কমিশনের ৫৯২তম বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ২০২১ সালের ন্যাশনাল কমিশন ফর অ্যালায়েড অ্যান্ড হেলথকেয়ার প্রফেশনস (NCAHP) আইন অনুযায়ী নতুন নির্দেশিকা প্রকাশ করা হয়।
নির্দেশিকা অনুযায়ী, যেসব শিক্ষা প্রতিষ্ঠান এতদিন দূরশিক্ষা বা অনলাইন মাধ্যমে স্বাস্থ্যসেবা ও অ্যালায়েড বিষয়ে কোর্স চালাত, তাদের তা অবিলম্বে বন্ধ করতে হবে।
যে বিষয়গুলিতে দূরশিক্ষা ও অনলাইন কোর্স নিষিদ্ধ করা হয়েছে:
- সাইকোলজি (মনোবিদ্যা)
- মাইক্রোবায়োলজি
- ফুড অ্যান্ড নিউট্রিশন সায়েন্স
- বায়োটেকনোলজি
- ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স
কমিশনের স্পষ্ট নির্দেশ, কোনও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেই জুলাই-অগস্ট থেকে এই বিষয়গুলির দূরশিক্ষা বা অনলাইন পাঠক্রম চালানো যাবে না। এমনকি যেসব প্রতিষ্ঠানকে আগে থেকে এই বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স চালানোর অনুমোদন দেওয়া হয়েছিল, তারাও এ বছর থেকে আর এই পদ্ধতিতে পড়াতে পারবে না।
এছাড়া যারা স্নাতক স্তরে একাধিক বিষয়ে স্পেশালাইজেশন করতে চান, তারাও স্বাস্থ্যসেবা ও অ্যালায়েড সায়েন্সে দূরশিক্ষা বা অনলাইন মাধ্যমে স্পেশালাইজেশনের সুযোগ পাবেন না।
আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের সূচি প্রকাশ, ৮ সেপ্টেম্বর শুরু পরীক্ষা
মুখস্থ নয়, বিশ্লেষণে জোর — নবম শ্রেণিতে বই খুলে পরীক্ষা আনছে সিবিএসই