বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) চালু করা চার বছরের স্নাতক কোর্সে আবারও আসতে চলেছে বড় পরিবর্তন। সূত্রের খবর অনুযায়ী, নতুন পদ্ধতিতে যদি কোনও ছাত্র-ছাত্রী তিন বছরের মধ্যেই চার বছরের কোর্স শেষ করতে পারে, তবে তাকে ডিগ্রি প্রদান করা হবে। এই পরিবর্তন আগামী শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হতে পারে বলে জানা যাচ্ছে।
বর্তমান কেন্দ্রীয় ব্যবস্থায় কয়েকটি রাজ্য যেমন কেরল ও পশ্চিমবঙ্গ চার বছরের স্নাতক কোর্স মেনে নিয়েছে। তবে তামিলনাড়ু এখনও এই পদ্ধতি মানতে রাজি হয়নি। জাতীয় শিক্ষানীতি কার্যকর হওয়ার কয়েক বছরের মধ্যেই কেন্দ্র নতুন পদ্ধতি চালুর ভাবনা শুরু করায় রাজ্যগুলির মধ্যে ধন্দ তৈরি হয়েছে। কেন্দ্রের যুক্তি, তিন বছরে ডিগ্রি কোর্স সম্পূর্ণ করতে পারলে ছাত্র-ছাত্রীদের সময় ও অর্থ দুই-ই সাশ্রয় হবে এবং তারা দ্রুত কর্মজীবনে প্রবেশ করতে পারবে।
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এ প্রসঙ্গে বলেন, “পশ্চিমবঙ্গ সরকারের উচিত কেন্দ্রের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া। কারণ এই পরিবর্তিত শিক্ষা ব্যবস্থা আমাদের যুব সমাজকে সময়োপযোগী করে তুলতে সাহায্য করবে। কিন্তু এখানে রাজ্য সরকারের এমন অবস্থা হয়ে গিয়েছে যে ভালো কাজ হলেও বিরোধিতা করতেই হবে।”
তবে কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন অনেক শিক্ষাবিদ। অধ্যাপক নন্দিনী মুখোপাধ্যায় বলেন, “কেন্দ্রের এই পরিকল্পনায় কোনও আর্থ-সামাজিক বাস্তবতার জ্ঞান নেই। আমেরিকা-ইউরোপের শিক্ষাব্যবস্থার নকল করে আমাদের দেশে তা চাপিয়ে দেওয়া হচ্ছে। চার বছরের কোর্স হঠাৎ করে তিন বছরে শেষ করতে বললে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কীভাবে তা মানিয়ে নেবে? টাইম টেবিল বানানোও সম্ভব নয়। এতে শুধু বৈষম্য বাড়বে।”
কেন্দ্রের এই নতুন পদ্ধতির ঘোষণায় শিক্ষাক্ষেত্রে বিতর্ক ও বিভ্রান্তি আরও বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, বাস্তবায়নের আগে প্রয়োজন আরও সুস্পষ্ট পরিকল্পনা।
আরও খবরের জন্য এখানে ক্লিক করুন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

