Homeশিক্ষা ও কেরিয়ারপরীক্ষার একদিন পরেই ইউজিসি-নেট বাতিল, সিবিআই তদন্তের নির্দেশ শিক্ষা মন্ত্রকের

পরীক্ষার একদিন পরেই ইউজিসি-নেট বাতিল, সিবিআই তদন্তের নির্দেশ শিক্ষা মন্ত্রকের

প্রকাশিত

নিট পরীক্ষা নিয়ে দেশজুড়ে তোলপাড়ের মাঝে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক অস্বচ্ছতার অভিযোগে ইউজিসি-নেট পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। অনিয়মের অভিযোগের তদন্তভার সিবিআইকে দেওয়া হয়েছে। আবার নতুন করে ইউজিসি-নেট পরীক্ষা নেওয়া হবে, তবে চূড়ান্ত দিনক্ষণ এখনও জানানো হয়নি।

গত মঙ্গলবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) পরিচালিত ইউজিসি-নেট পরীক্ষায় প্রায় ৯ লক্ষেরও বেশি পরীক্ষার্থী অংশ নেয়। কিন্তু মাত্র একদিন পরেই, বুধবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের পক্ষ থেকে পরীক্ষা বাতিলের ঘোষণা করা হয়। বিবৃতিতে জানানো হয়, স্বরাষ্ট্রমন্ত্রকের ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিসিস ইউনিট থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে গরমিলের অভিযোগ এসেছে। প্রাথমিক তদন্তে পরীক্ষায় বেনিয়মের প্রমাণ পাওয়া গেছে।

ইউজিসি-নেট পরীক্ষার গরমিলের অভিযোগ তদন্ত করবে সিবিআই। পুনঃপরীক্ষার দিনক্ষণ এখনও নির্ধারণ করা হয়নি। পরবর্তীকালে পরীক্ষার নতুন তারিখ জানানো হবে। প্রতি বছরই জুন ও ডিসেম্বর মাসে ইউজিসি-নেট পরীক্ষা আয়োজিত হয়। এটি ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’ প্রদান এবং দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগের জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা।

স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ করতে চালু অভিন্ন পোর্টাল

এ বছর জুন পর্বের ইউজিসি-নেট পরীক্ষা হওয়ার কথা ছিল ১৬ জুন, তবে বিশেষ কারণে তা পিছিয়ে ১৮ জুন করা হয়। ওই দিন দু’টি অর্ধে দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে ‘ওএমআর’ শিটের মাধ্যমে পরীক্ষা আয়োজিত হয়েছিল।

অন্যদিকে, NEET পরীক্ষা নিয়ে গোটা দেশে চলছে জোর বিতর্ক। পরীক্ষায় প্রথম স্থান অধিকারকারী ৬৭ জনের মধ্যে ৬ জন গ্রেস মার্কস পেয়েছেন। সেই গ্রেস মার্কস বাতিল হলে তাঁদের প্রাপ্ত নম্বর ৬০-৭০ পয়েন্ট কমে যাবে। নিট পরীক্ষায় ১,৫৬৩ জন পরীক্ষার্থী ‘ভুল’ প্রশ্নের জন্য গ্রেস মার্কস পেয়েছিলেন, যা পরবর্তীতে বাতিল করা হয়েছে।

নিট পরীক্ষার অসঙ্গতি নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, গাফিলতির অভিযোগের তদন্ত চলবে, কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া বন্ধ করা হবে না। আগামী ৬ জুলাই থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। নিটে সিবিআই তদন্তের দাবিও খারিজ করেছে শীর্ষ আদালত। তবে নিটের অসঙ্গতি নিয়ে এনটিএ এবং কেন্দ্রকে নিজেদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

ইউজিসি-নেট এবং নিট পরীক্ষা নিয়ে চলমান এই বিতর্ক শিক্ষামহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। পরীক্ষার্থীরা এখন নতুন পরীক্ষার তারিখের অপেক্ষায় রয়েছেন এবং সঠিক তদন্তের মাধ্যমে অস্বচ্ছতা দূর করার আশায় আছেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

চিকিৎসা শিক্ষায় বড় পদক্ষেপ! আইআইটি খড়গপুরে শুরু হবে এমডি কোর্স, এনএমসি-র অনুমোদনের অপেক্ষা

আইআইটি খড়গপুর চিকিৎসা শিক্ষায় নতুন অধ্যায় শুরু করতে চলেছে। এনএমসি-র অনুমোদন পেলেই শুরু হবে প্রথম এমডি (Doctor of Medicine) কোর্স। আধুনিক সুবিধাসম্পন্ন স্যামা প্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে হবে প্রশিক্ষণ।

রাজ্যের স্কুলে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ! ৮,০০০-এর বেশি শূন্যপদে আবেদন শুরু ৩ নভেম্বর থেকে

রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ। মোট শূন্যপদ ৮,৪৭৭। আবেদন শুরু ৩ নভেম্বর, চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। মাধ্যমিক ও অষ্টম পাশ প্রার্থীরাই করতে পারবেন আবেদন।

মুর্শিদাবাদে স্বাস্থ্য দফতরে বড় নিয়োগ! মেডিক্যাল অফিসার-ল্যাব টেকনিশিয়ান সহ ৬০টি শূন্যপদে আবেদন চলছে

মুর্শিদাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে ৬০টি শূন্যপদে বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিক্যাল অফিসার, ল্যাব টেকনিশিয়ান ও অডিওলজিস্ট নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করা যাবে ৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত wbhealth.gov.in বা murshidabad.gov.in ওয়েবসাইটে। বেতন ২২-৭০ হাজার টাকা।