Home শিক্ষা ও কেরিয়ার ডিসেম্বরের UGC NET পরীক্ষা হবে জানুয়ারিতে, শুরু হয়েছে আবেদনপত্র গ্রহণ

ডিসেম্বরের UGC NET পরীক্ষা হবে জানুয়ারিতে, শুরু হয়েছে আবেদনপত্র গ্রহণ

0

দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক ও জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগের জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) প্রতি বছর দু’বার করে ইউজিসি-নেট পরীক্ষার আয়োজন করে। ২০২৪ সালের ইউজিসি-নেট পরীক্ষার ডিসেম্বরের সূচি প্রকাশ করেছে এনটিএ।

ডিসেম্বরের ইউজিসি নেটের কম্পিউটারভিত্তিক পরীক্ষা ১ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত অনলাইনে হবে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ২টি পেপারে মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পরীক্ষার্থীর স্কোর হবে। পেপার ওয়ানে মোট ৫০টি প্রশ্ন থাকবে। মোট নম্বর ১০০। দ্বিতীয় পত্রে ১০০টি প্রশ্ন থাকবে। মোট নম্বর ২০০। একটাই সেশনে ২টি পেপারে পরীক্ষা হবে। কোনো নেগেটিভ মার্কিং নেই।

কী ভাবে করবেন আবেদন

১৯ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইট (ugcnet.nta.ac.in) ও (ugcnetdec2024.ntaonline.in) মারফত আবেদন করতে হবে। ১২-১৩ ডিসেম্বর অনলাইনে আবেদনপত্র সংশোধনের সুযোগ মিলবে। ১০ ডিসেম্বরের মধ্যে অনলাইনে বৈধ ইমেল আইডি আর মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করার পর প্রয়োজনীয় ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য ও প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। আবেদনমূল্য জমা দিতে হবে।

কত আবেদনমূল্য

জেনারেল ক্যাটাগরির পরীক্ষার্থীদের জন্য আবেদনমূল্য ১১৫০ টাকা। ওবিসি-এনসিএল, জেনারেল-ইডব্লিউসি ক্যাটাগরির পরীক্ষার্থীদের জন্য আবেদনমূল্য ৬০০। তফশিলি জাতি ও উপজাতি, শারীরিক দিক থেকে বিশেষ ভাবে সক্ষম ও তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীদের জন্য আবেদনমূল্য ৩২৫ টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও বয়স

ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫৫% নম্বর নিয়ে স্নাতকোত্তর বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। এই নিয়ম জেনারেল ক্যাটাগরির পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য। ওবিসি, তফশিলি জাতি ও উপজাতি, শারীরিক দিক থেকে বিশেষ ভাবে সক্ষম ও তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীদের জন্য ন্যূনতম ৫০% নম্বর পেলেই আবেদন করা যাবে। স্নাতকোত্তর চূড়ান্ত বর্ষের পড়ুয়াও আবেদনের যোগ্য, তবে ইউজিসি নেটের পরীক্ষার ফল বেরোনোর দু’বছরের মধ্যে প্রয়োজনীয় নম্বর পেয়ে ডিগ্রি অর্জন আবশ্যক।

জুনিয়র রিসার্চ ফেলো পদে আবেদনের জন্য বয়স হতে হবে ২০২৫ সালের ১ জানুয়ারির নিরিখে ৩০ বছরের মধ্যে। ওবিসি, মহিলা, তফশিলি জাতি ও উপজাতি ও শারীরিক দিক থেকে বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য বয়সে ৫ বছরের ছাড় মিলবে। সহকারী অধ্যাপক পদে আবেদনের জন্য বয়সের কোনো সর্বোচ্চ সীমা নেই।

অন্যান্য সুবিধা

১৯৯১ সালের ১৯ সেপ্টেম্বরের মধ্যে পিএইচডি ডিগ্রি অর্জন করে থাকলে মোট প্রাপ্ত নম্বরে ৫% ছাড় মিলবে। ২০২২ সালের ১ জুনের আগে সেট পরীক্ষায় পাশ করে থাকলে ইউজিসি নেট পরীক্ষা দিতে হবে না। গোটা দেশেই যে কোনো স্বীকৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে আবেদন করা যাবে।

গত পরীক্ষার ফল

জুন মাসে ইউজিসি নেটের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। সিবিআই তদন্তে জানা যায়, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি। কিন্তু তবুও পরীক্ষা পিছিয়ে যায়। ২১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত জুন মাসের ইউজিসি নেটের পরীক্ষা হয়। ১৭ অক্টোবর পরীক্ষার ফল প্রকাশ হয়। ১১ লাখের বেশি পরীক্ষার্থী নাম নথিভুক্ত করলেও পরীক্ষায় বসেন ৬ লক্ষ ৮৪ হাজার পরীক্ষার্থী। এর মধ্যে ৪৯৭০ জন জুনিয়র রিসার্চ ফেলো পদে, ৫৩৬৯৪ জন সহকারী অধ্যাপক পদে এবং ১ লক্ষ ১২ হাজার ৭০ জন পিএইচডির জন্য সফল হন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version