অ্যান্টি র্যাগিং কমিটি গঠনে নিয়ম মানেনি একাধিক বিশ্ববিদ্যালয়। সেই অভিযোগে দেশের ৮৯টি বিশ্ববিদ্যালয়কে শোকজ নোটিশ পাঠাল ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (UGC)। এই তালিকায় রাজ্যের আটটি নামী বিশ্ববিদ্যালয়ও রয়েছে। অভিযোগ, ছাত্রছাত্রীদের সম্মতি ছাড়াই অ্যান্টি র্যাগিং কমিটি তৈরি করেছে এই প্রতিষ্ঠানগুলি। পাশাপাশি, নিয়ম অনুযায়ী ইউজিসিকে কোনও মতামত বা আপত্তিও জমা দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ইউজিসি সূত্রে জানা গিয়েছে, একাধিকবার নির্দেশিকা পাঠানো হলেও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলি সেই নির্দেশ মানেনি। এমনকি বাধ্যতামূলক নিয়ম থাকা সত্ত্বেও, অ্যান্টি র্যাগিং কমিটি গঠনের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের সম্মতিও নেয়নি কর্তৃপক্ষ। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং মনস্তাত্ত্বিক সুস্থতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
রাজ্যের যেসব বিশ্ববিদ্যালয় ইউজিসির এই শোকজ তালিকায় রয়েছে, তারা হল—
- আইআইটি খড়গপুর
- শিবপুর আইআইইএসটি
- বরানগরের ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট (আইএসআই)
- পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়
- মালদহ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়
- বারাসাতের স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়
- আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়
- বোলপুরের বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়
এই বিশ্ববিদ্যালয়গুলিকে ইউজিসি কড়া ভাষায় জানিয়ে দিয়েছে, আগামী দিনে নিয়ম না মানলে কেন্দ্রীয় অনুদান বন্ধ করে দেওয়া হতে পারে। এমনকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপও গ্রহণ করা হবে বলে সূত্রের খবর।
বিশেষজ্ঞদের মতে, ইউজিসির এই সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে আরও দায়িত্বশীল করে তুলতে পারে। তবে প্রশ্ন উঠছে, এতদিন ধরে নিয়ম না মানার পরও সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্রীয় সংস্থাগুলি কেন ব্যবস্থা নেয়নি।
আরও পড়ুন: আইআইটি খড়গপুরে আত্মহত্যা রুখতে অভিভাবকদের জন্যও ইন্ডাকশন, প্রস্তাব বিশেষজ্ঞ কমিটির
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

