Homeশিক্ষা ও কেরিয়ারইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া-তে লোকাল ব্যাঙ্ক অফিসার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের...

ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া-তে লোকাল ব্যাঙ্ক অফিসার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের শেষ তারিখ ১৩ নভেম্বর

প্রকাশিত

লোকাল ব্যাঙ্ক অফিসার (LBO) পদের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চেয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া। আবেদনকারীরা ইউনিয়ন ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট unionbankofindia.co.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ১৫০০টি পদ পূরণ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ:

রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু: ২৪ অক্টোবর, ২০২৪

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ১৩ নভেম্বর, ২০২৪

বিভিন্ন রাজ্যে শূন্যপদের বিবরণ:

অন্ধ্রপ্রদেশ: ২০০টি পদ

অসম: ৫০টি পদ

গুজরাত: ২০০টি পদ

কর্নাটক: ৩০০টি পদ

কেরল: ১০০টি পদ

মহারাষ্ট্র: ৫০টি পদ

ওড়িশা: ১০০টি পদ

তামিলনাড়ু: ২০০টি পদ

তেলঙ্গনা: ২০০টি পদ

পশ্চিমবঙ্গ: ১০০টি পদ

যোগ্যতার মানদণ্ড:

প্রার্থীদের অবশ্যই ভারত সরকারের স্বীকৃত বা রেগুলেটরি সংস্থা দ্বারা অনুমোদিত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে পূর্ণকালীন/নিয়মিত স্নাতক ডিগ্রি থাকতে হবে। আবেদন করার জন্য প্রার্থীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হওয়া আবশ্যক। বয়সের যোগ্যতা নির্ধারণের জন্য ০১.১০.২০২৪ তারিখে প্রার্থীর বয়স বিবেচনা করা হবে।

বাছাই প্রক্রিয়া:

বাছাই প্রক্রিয়ায় অনলাইন পরীক্ষা, গ্রুপ ডিসকাশন (যদি অনুষ্ঠিত হয়), আবেদন স্ক্রিনিং এবং/অথবা ব্যক্তিগত সাক্ষাৎকার অন্তর্ভুক্ত থাকতে পারে, যা আবেদনকারীর সংখ্যা অনুযায়ী নির্ধারিত হবে।

লিখিত পরীক্ষায় মোট ১৫৫টি প্রশ্ন থাকবে এবং সর্বাধিক নম্বর হবে ২০০। প্রতিটি ভুল উত্তরের জন্য এক চতুর্থাংশ বা ০.২৫ নম্বর কাটা হবে।

আবেদন ফি:

সাধারণ (GEN), অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী (EWS), ও অন্যান্য পশ্চাদপদ শ্রেণী (OBC) প্রার্থীদের জন্য আবেদন ফি ৮৫০ টাকা এবং তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য আবেদন ফি ১৭৫ টাকা ধার্য করা হয়েছে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ক্যাশ কার্ড, মোবাইল ওয়ালেট, ইউপিআই ইত্যাদির মাধ্যমে ফি জমা দেওয়া যাবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আরও পড়ুন

জেইই র‍্যাঙ্ক ছাড়াও ভর্তি হতে পারবেন আইআইটি খড়গপুরে! আসছে নতুন ভর্তি পদ্ধতি

আইআইটি খড়গপুরে আর শুধুমাত্র জেইই র‍্যাঙ্ক নয়, এবার আসছে নতুন ভর্তি পদ্ধতি। আগামী শিক্ষাবর্ষ থেকেই শুরু হতে পারে ‘স্পোর্টস এক্সেলেন্স’ ও ‘সায়েন্স অলিম্পিয়াড এক্সেলেন্স’ ভর্তি ব্যবস্থা।

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

চিকিৎসা শিক্ষায় বড় পদক্ষেপ! আইআইটি খড়গপুরে শুরু হবে এমডি কোর্স, এনএমসি-র অনুমোদনের অপেক্ষা

আইআইটি খড়গপুর চিকিৎসা শিক্ষায় নতুন অধ্যায় শুরু করতে চলেছে। এনএমসি-র অনুমোদন পেলেই শুরু হবে প্রথম এমডি (Doctor of Medicine) কোর্স। আধুনিক সুবিধাসম্পন্ন স্যামা প্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে হবে প্রশিক্ষণ।