Home শিক্ষা ও কেরিয়ার ঝাড়গ্রামের আদিবাসী মহিলাদের সেন্ট্রাল হস্টেলে বিভিন্ন শূন্যপদে চাকরির সুযোগ

ঝাড়গ্রামের আদিবাসী মহিলাদের সেন্ট্রাল হস্টেলে বিভিন্ন শূন্যপদে চাকরির সুযোগ

0

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। জঙ্গলমহলের জেলা ঝাড়গ্রামে অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন শাখায় (Backward Classes Welfare & Tribal Development Section, বিসিডব্লিউটিডিএস) ৬টি শূন্যপদে নিয়োগ করা হবে। অস্থায়ী চুক্তিভিত্তিক চাকরি। বাছাই ব্যাক্তিদের পুরোনো ঝাড়গ্রামের আদিবাসী মহিলাদের সেন্ট্রাল হস্টেলের কর্মী হিসাবে নিযুক্ত করা হবে।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, সুপারিন্টেন্ডেন্ট, মেট্রন (শুধুমাত্র মহিলা), রাঁধুনি, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড ও পার্টটাইম কর্মবন্ধু পদে নিয়োগ করা হবে। প্রতিটি পদে নিয়োগ করা হবে একজন করে। সুপারিন্টেন্ডেন্ট পদে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। মেট্রন পদে আবেদনের জন্য ন্যূনতম মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে। প্রতিটি শূন্যপদে আবেদনের জন্য বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে।

কীভাবে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে

সুপারিন্টেন্ডেন্ট ও মেট্রন পদের জন্য বাংলা, ইংরেজি, সাধারণ গণিত (এরিথমেটিক) ও সাধারণ জ্ঞানের ওপর লিখিত পরীক্ষা আর ইন্টারভিউ নেওয়া হবে। বাকি ৪টি পদের জন্য ২৫ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে।

কীভাবে আবেদন করতে হবে

নির্দিষ্ট ফরম্যাটে আবেদন করে সাদা খামের মধ্যে ভরে তা ভালো করে আটকে ১৪ আগস্ট বিকেল সাড়ে ৫টার মধ্যে সশরীরে অথবা ডাকযোগে ঝাড়গ্রামে ‘The West Bengal Backward Classes Welfare & Tribal Development Section’-এর অফিসে পাঠাতে হবে। ঝাড়গ্রামের জেলাশাসকের দফতরের অফিশিয়াল ওয়েবসাইটে (www.jhargram.gov.in) ঠিকানা দেওয়া আছে।

আরও পড়ুন

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে সিনিয়র রেসিডেন্ট ডাক্তার পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version