নদিয়ার বিভিন্ন গ্রামীণ এলাকার মহিলা চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। জেলার বিভিন্ন গ্রামে আশাকর্মী নিয়োগ করা হবে বলে রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর বিকেল ৪টের মধ্যে সংশ্লিষ্ট এলাকার মহাকুমাশাসকের দফতরে সরাসরি গিয়ে আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে। নির্দিষ্ট বাক্সে ফেলতে হবে আবেদনপত্র।
চাকরির বিজ্ঞাপনে বলা হয়েছে, নদিয়া জেলার কালীগঞ্জ, কৃষ্ণনগর, নাকাশিপাড়া, নবদ্বীপ, চাপড়া ও কৃষ্ণগঞ্জ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট ২০টি শূন্যপদে আশাকর্মী নিয়োগ করা হবে। তফশিলি চাকরিপ্রার্থীদের জন্য ৩টি পদ সংরক্ষিত। যে কোনো ভারতীয় নাগরিক ও এলাকার স্থায়ী বাসিন্দা যে কোনো বিবাহিত, বিধবা বা আদালতের আদেশানুসারে বিবাহবিচ্ছিন্ন মহিলাই আবেদন করতে পারবেন।
মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে। তবে স্বীকৃত বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় বসে পাশ না করতে পারলেও আবেদন করা যাবে। উচ্চশিক্ষিতরাও আবেদন করতে পারবেন তবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরই বিবেচনা করা হবে। উচ্চশিক্ষার মূল্যায়ন করা হবে না। মাসে বেতন মিলবে ৫২৫০ টাকা করে।
২৩ আগস্টের নিরিখে জেনারেল ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তফশিলি জাতি ও উপজাতিদের বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে।
আবেদনপত্রের সঙ্গে জন্মের শংসাপত্র বা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, তফশিলি চাকরিপ্রার্থীদের জাতিগত শংসাপত্র, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য বা লিঙ্ক ওয়ার্কার হলে তার প্রমাণপত্রের সেলফ অ্যাটেসটেড প্রতিলিপি জমা দিতে হবে। এ ছাড়াও বৈবাহিক উপযুক্ত প্রমাণপত্র, নিজের নাম ও ঠিকানা লেখা ও ৫ টাকার ডাকটিকিট সাঁটা খাম, নিজের সই করা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবিও জমা দিতে হবে।
আরও পড়ুন
পশ্চিম বর্ধমান জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার ৮৩৪টি শূন্য পদ, কীভাবে করবেন আবেদন

Ass kormi,panchayat somiti,
Nakashipara bikrampur
Please job korte chai ami
আবেদন করার সময় শেষ হয়ে গিয়েছে। স্থানীয় পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন।