Homeশিক্ষা ও কেরিয়ারস্নাতক স্তরের ভর্তি: সামাজিক শ্রেণিবিন্যাসের তথ্য জমার শেষ দিন মঙ্গলবার, জানাল উচ্চশিক্ষা...

স্নাতক স্তরের ভর্তি: সামাজিক শ্রেণিবিন্যাসের তথ্য জমার শেষ দিন মঙ্গলবার, জানাল উচ্চশিক্ষা সংসদ

প্রকাশিত

কলেজে স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। সোমবার এক সরকারি বিবৃতিতে উচ্চশিক্ষা সংসদ জানিয়েছে, সামাজিক শ্রেণিবিন্যাসের তথ্য (Social Category Details) সংযোজনের শেষ দিন মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ড। নির্ধারিত সময়ের মধ্যে এই তথ্য না জানালে সংশ্লিষ্ট আবেদনকারীকে ‘ডিফল্ট’ হিসাবে চিহ্নিত করা হবে, এবং ভবিষ্যতে তা আর সংশোধন বা আপডেট করা যাবে না।

উল্লেখ্য, ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশের উপর গত সপ্তাহেই সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়। সেই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের অভিন্ন ভর্তির পোর্টালে সামাজিক শ্রেণিবিন্যাসের তথ্য সংগ্রহ ২৯ জুলাই থেকে শুরু হয়েছে।

এই তথ্য সংযোজনের বিষয়ে ছাত্রছাত্রীদের SMS, ইমেল ও ফোনের মাধ্যমে বার্তা পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। তা সত্ত্বেও যাঁরা এখনও তথ্য আপলোড করেননি, তাঁদের মঙ্গলবারের মধ্যে অবশ্যই পোর্টালে গিয়ে Social Category নির্বাচন করতে হবে।

উচ্চশিক্ষা সংসদ জানায়, এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই স্নাতক ভর্তির মেধাতালিকা প্রকাশ করা হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে পদক্ষেপ না করলে, ভবিষ্যতে আর কোনও পরিবর্তনের সুযোগ থাকবে না।

এই বিষয়ে সংশ্লিষ্ট আবেদনকারীদের সতর্কতা অবলম্বনের বার্তা দিয়েছে রাজ্য সরকার।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

শেষ হতে চলেছে এক যুগ! বন্ধ হচ্ছে এমটিভি-র মিউজিক চ্যানেলগুলি, ২০২৫ সালের শেষে অন্তিম সম্প্রচার

এক যুগের অবসান। Paramount Global জানিয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বন্ধ হয়ে যাবে MTV-র মিউজিক চ্যানেলগুলি— MTV 80s, MTV 90s, MTV Music, Club MTV ও MTV Live। পরিবর্তিত দর্শক চাহিদাই এর প্রধান কারণ।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।

আলোর উৎসব দীপাবলিতে ঘরসাজাতে জোরকদমে চলছে কেনাকাটা

আলোর উৎসবে ঘর সাজিয়ে তুলতে কেনাকাটা শুরু হয়েছে জোর কদমে।

আরও পড়ুন

চিকিৎসা শিক্ষায় বড় পদক্ষেপ! আইআইটি খড়গপুরে শুরু হবে এমডি কোর্স, এনএমসি-র অনুমোদনের অপেক্ষা

আইআইটি খড়গপুর চিকিৎসা শিক্ষায় নতুন অধ্যায় শুরু করতে চলেছে। এনএমসি-র অনুমোদন পেলেই শুরু হবে প্রথম এমডি (Doctor of Medicine) কোর্স। আধুনিক সুবিধাসম্পন্ন স্যামা প্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে হবে প্রশিক্ষণ।

রাজ্যের স্কুলে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ! ৮,০০০-এর বেশি শূন্যপদে আবেদন শুরু ৩ নভেম্বর থেকে

রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ। মোট শূন্যপদ ৮,৪৭৭। আবেদন শুরু ৩ নভেম্বর, চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। মাধ্যমিক ও অষ্টম পাশ প্রার্থীরাই করতে পারবেন আবেদন।

মুর্শিদাবাদে স্বাস্থ্য দফতরে বড় নিয়োগ! মেডিক্যাল অফিসার-ল্যাব টেকনিশিয়ান সহ ৬০টি শূন্যপদে আবেদন চলছে

মুর্শিদাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে ৬০টি শূন্যপদে বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিক্যাল অফিসার, ল্যাব টেকনিশিয়ান ও অডিওলজিস্ট নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করা যাবে ৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত wbhealth.gov.in বা murshidabad.gov.in ওয়েবসাইটে। বেতন ২২-৭০ হাজার টাকা।