Homeশিক্ষা ও কেরিয়ার১০ জুলাই থেকে তিন ধাপে রাজ্য জয়েন্টের কাউন্সেলিং, কোন কোন বিষয় মাথায়...

১০ জুলাই থেকে তিন ধাপে রাজ্য জয়েন্টের কাউন্সেলিং, কোন কোন বিষয় মাথায় রাখবেন

প্রকাশিত

মৌ বসু

আগামী ১০ জুলাই, বুধবার থেকে চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সফল প্রার্থীদের অনলাইন কাউন্সেলিং শুরু হবে। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পর্ষদের সভাপতি সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় এ কথা জানান। ৫ আগস্ট পর্যন্ত এই কাউন্সেলিং চলবে। ই-কাউন্সেলিং পদ্ধতিতে অনলাইনে তিন ধাপে কাউন্সেলিং প্রক্রিয়া চলবে। অ্যালটমেন্ট, আপগ্রেডেশন ও মপআপ পদ্ধতিতে কাউন্সেলিং প্রক্রিয়া চলবে।

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ও জেইই (মেন) পরীক্ষায় পাশ করলে কাউন্সেলিংয়ের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন। কাউন্সেলিং-এ অংশ নেওয়ার জন্য জয়েন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। পরে মেধাতালিকা অনুযায়ী ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার সহ বিভিন্ন বিভাগে মোট ৩৫ হাজার আসনে ভর্তি হতে পারবেন প্রার্থীরা। এ বছর ইঞ্জিনিয়ারিং-এ আসন সংখ্যা বেড়েছে প্রায় ৬ হাজার।

রেজিস্ট্রেশনের সময় কী কী বিষয় মাথায় রাখবেন

রেজিস্ট্রেশনের সময় জয়েন্ট পরীক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য, ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্য দিতে হবে। অ্যাপ্লিকেশন নম্বর ও রোল নম্বর দিতে হবে।

মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ইংরেজিতে পাওয়া নম্বর দিতে হবে। মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বর দিতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বর দিতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জৈবপ্রযুক্তি, জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইলেকট্রনিকস, তথ্যপ্রযুক্তি, ইনফর্মেটিক্স প্র্যাক্টিসেস, টেকনিক্যাল ভকেশনাল সাবজেক্ট, কৃষিবিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং গ্রাফিকস, বিজনেস স্টাডিজ, অন্ত্রপ্রনারশিপ ও ইংরেজিতে প্রাপ্ত নম্বর দিতে হবে।

রেজিস্ট্রেশনের সময় খুব ভালো ভাবে নম্বর ও তথ্য দিতে হবে। সাবমিট হয়ে যাওয়ার পর বদল করা যাবে না। চয়েজ না দিলে আসন বণ্টন করা হবে না।

রেজিস্ট্রেশনের সময় পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও রেজিস্ট্রেশন ফি জমা দিলেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ইনস্টিটিউট ও কোর্সের তালিকা দেখানো হবে। ভেবেচিন্তে শিক্ষা প্রতিষ্ঠান ও কোর্স বাছতে হবে। সর্বোচ্চ ২০টি চয়েজ বেছে নিতে পারবেন। নিজের চয়েজ লক করে রাখতে হবে। প্রয়োজনে নিজের কাছে প্রিন্টআউট রাখতে হবে। চয়েজ সেভ করা আছে কিন্তু লক করা না থাকলে নির্ধারিত সময়ের পর তা আপনাআপনি লক হয়ে যাবে।

নির্ধারিত সময়ে কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কোন বিভাগে আসন বণ্টন করা হয়েছে তা প্রথম রাউন্ডের পর জানানো হবে। লগ ইন করে তা দেখা যাবে।

অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে অ্যাকসেপ্টেন্স ফি/কশন মানি বাবদ ৫ হাজার টাকা অনলাইনে নেট ব্যাঙ্কিং/ইউপিআই/ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড মারফত জমা দিতে হবে। কশন মানি শর্তসাপেক্ষে রিফান্ডেবল। এই অর্থ জমা না দিলে আসন বণ্টন বাতিল করা হবে। আপগ্রেডেশন রাউন্ডেও আসন বণ্টন করা হবে না।

অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করার পর প্রয়োজনীয় নথিপত্র সমেত সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য। সঙ্গে রাখতে হবে এই সব নথিপত্র—-মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড বা জন্মের শংসাপত্র (বয়সের প্রমাণপত্র), মাধ্যমিক পরীক্ষা বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, প্রয়োজনে ওসিআই শংসাপত্র, ডোমিসাইল শংসাপত্র, জাতিগত শংসাপত্র জমা দিতে হবে। বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থীদের প্রয়োজনে সংশ্লিষ্ট শারীরিক শংসাপত্র জমা দিতে হবে।

কাউন্সেলিং রেজিস্ট্রেশন ফি বাবদ ৫০০ টাকা জমা দিতে হবে। তৃতীয় তথা চূড়ান্ত মপ-আপ রাউন্ডের জন্য ফি লাগবে ২০০ টাকা। আগে থেকে রেজিস্ট্রেশন না করা থাকলে একেবারে নতুন ক্যান্ডিডেটের জন্য রেজিস্ট্রেশন বাবদ ১ হাজার টাকা করে লাগবে।

আরও পড়ুন

শেষ হল প্রথম পর্যায়ের স্নাতক স্তরে পোর্টালে ভর্তির প্রক্রিয়া,ভিন রাজ্য থেকে নজরকাড়া আবেদন

নিট কাউন্সেলিং জুলাইয়ের শেষ নাগাদ শুরু হবে বলে আশা করা হচ্ছে: সূত্র

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

আরও পড়ুন

জেইই র‍্যাঙ্ক ছাড়াও ভর্তি হতে পারবেন আইআইটি খড়গপুরে! আসছে নতুন ভর্তি পদ্ধতি

আইআইটি খড়গপুরে আর শুধুমাত্র জেইই র‍্যাঙ্ক নয়, এবার আসছে নতুন ভর্তি পদ্ধতি। আগামী শিক্ষাবর্ষ থেকেই শুরু হতে পারে ‘স্পোর্টস এক্সেলেন্স’ ও ‘সায়েন্স অলিম্পিয়াড এক্সেলেন্স’ ভর্তি ব্যবস্থা।

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

চিকিৎসা শিক্ষায় বড় পদক্ষেপ! আইআইটি খড়গপুরে শুরু হবে এমডি কোর্স, এনএমসি-র অনুমোদনের অপেক্ষা

আইআইটি খড়গপুর চিকিৎসা শিক্ষায় নতুন অধ্যায় শুরু করতে চলেছে। এনএমসি-র অনুমোদন পেলেই শুরু হবে প্রথম এমডি (Doctor of Medicine) কোর্স। আধুনিক সুবিধাসম্পন্ন স্যামা প্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে হবে প্রশিক্ষণ।