Homeশিক্ষা ও কেরিয়ারউচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে...

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

প্রকাশিত

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল ফের একবার জেলার জয়জয়কার। পাশের হার দাঁড়িয়েছে ৯৩.৭২ শতাংশ, যা গত ১৪ বছরে সর্বোচ্চ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পরিসংখ্যান অনুযায়ী, ২০১১ সালের পর এটিই সর্বাধিক সাফল্যের বছর

জেলাভিত্তিক ফলাফলে শীর্ষে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, যেখানে পাশের হার ৯৬.৭২ শতাংশ। দ্বিতীয় স্থানে নদিয়া এবং তৃতীয় স্থানে হাওড়া। তবে আশ্চর্যের বিষয়, রাজ্যের রাজধানী কলকাতা পাশের হারে পিছিয়ে থেকে ১২তম স্থানে রয়েছে।

এবারের মেধা তালিকায় প্রথম দশে জায়গা পেয়েছেন ৬৯ জন পরীক্ষার্থী, যার মধ্যে তিনজন ছাত্রী। তাঁদের মধ্যে ৬৮ জনই বিজ্ঞান বিভাগের, আর মাত্র একজন বাণিজ্য বিভাগের।

তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় মেধাতালিকার প্রথম দশে থাকা ৫৫ জন পরীক্ষার্থীই রামকৃষ্ণ মিশনের ছাত্র। এর মধ্যে ৩১ জন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এবং ২৪ জন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এবারে প্রথম হয়েছেন দু’জন ছাত্র — প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের। তাঁরা পেয়েছেন ৯৮.৯৭ শতাংশ নম্বর, যা এই বছরের সর্বোচ্চ স্কোর।

সংসদের কর্মকর্তারা জানিয়েছেন, সামগ্রিকভাবে পরীক্ষার্থীদের পারফরম্যান্সে শিক্ষার মান বৃদ্ধি ও পরিকাঠামোগত উন্নতির প্রতিফলন স্পষ্ট।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

আরও পড়ুন

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

জেইই র‍্যাঙ্ক ছাড়াও ভর্তি হতে পারবেন আইআইটি খড়গপুরে! আসছে নতুন ভর্তি পদ্ধতি

আইআইটি খড়গপুরে আর শুধুমাত্র জেইই র‍্যাঙ্ক নয়, এবার আসছে নতুন ভর্তি পদ্ধতি। আগামী শিক্ষাবর্ষ থেকেই শুরু হতে পারে ‘স্পোর্টস এক্সেলেন্স’ ও ‘সায়েন্স অলিম্পিয়াড এক্সেলেন্স’ ভর্তি ব্যবস্থা।