Homeশিক্ষা ও কেরিয়ারউচ্চ মাধ্যমিকে প্রশ্নফাঁস রুখতে কড়া ব্যবস্থা, একাধিক নিয়মে বদল আনল শিক্ষা সংসদ

উচ্চ মাধ্যমিকে প্রশ্নফাঁস রুখতে কড়া ব্যবস্থা, একাধিক নিয়মে বদল আনল শিক্ষা সংসদ

প্রকাশিত

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নফাঁস রুখতে বড়সড় পরিবর্তন আনল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রশ্নপত্র সংরক্ষণ ও বিতরণের নিয়ম থেকে শুরু করে পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে একাধিক নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, এতদিন পরীক্ষা শুরুর আগে থানার নজরদারিতে পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র বণ্টন করা হত। এবার থেকে সেই দায়িত্ব সরাসরি ছাপাখানার মাধ্যমে পরিচালিত হবে, স্থানীয় থানার হস্তক্ষেপ থাকছে না। পরীক্ষার নিরাপত্তা বজায় রাখতে এবার প্রশ্নপত্র নিয়ে যাবতীয় কাজ হবে নতুন নীতির ভিত্তিতে।

মেটাল ডিটেক্টর বসবে পরীক্ষা কেন্দ্রে

প্রতিবছরই পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে ঢোকার ঘটনা সামনে আসে। এবার সেই সমস্যা রুখতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষাকেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টর বসানোর সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষার্থীরা যাতে কোনওভাবেই মোবাইল বা অন্য কোনও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে না পারেন, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।

প্রশ্নপত্র খোলার নিয়মেও বড় পরিবর্তন

এতদিন পরীক্ষার দিন সকালে প্রধান শিক্ষকের ঘরে মুখবন্ধ খাম খুলে প্রশ্নপত্র বের করা হত। কিন্তু নতুন নিয়মে, প্রশ্নপত্রের খাম সরাসরি পরীক্ষার ক্লাসরুমে পরীক্ষকদের উপস্থিতিতেই খোলা হবে।

শিক্ষা সংসদের দাবি, এতদিন প্রশ্নপত্র হাতে পাওয়ার পর পরীক্ষার শুরু পর্যন্ত দীর্ঘ সময় থাকায় প্রশ্নফাঁসের আশঙ্কা থাকত। এবার থেকে পরীক্ষার ঠিক আগে সিল খোলার ফলে এই অনিয়ম বন্ধ করা যাবে বলে মনে করছে সংসদ।

শিক্ষক সংগঠনের প্রতিক্রিয়া

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই নতুন সিদ্ধান্তকে ‘প্রশংসনীয়’ বলে অভিহিত করেছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, “এটি একটি দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত, যা প্রশ্নফাঁসের আশঙ্কা কমাবে।” তবে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “শাসক দলের শিক্ষকরা ইচ্ছাকৃতভাবে প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করতে পারেন, তাই নজরদারি আরও বাড়ানো উচিত।”

নতুন নিয়মের সুফল কী?

এই পরিবর্তনের ফলে—

প্রশ্নফাঁসের সম্ভাবনা কমবে

মোবাইল নিষিদ্ধকরণে কড়াকড়ি থাকবে

নতুন নিয়ম পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করবে

আপনার মতামত কী? উচ্চ মাধ্যমিক পরীক্ষার এই নতুন পরিবর্তন কি সত্যিই প্রশ্নফাঁস রুখতে কার্যকর হবে? কমেন্টে জানান!

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

আরও পড়ুন

ভারতীয় রেলে ২২ হাজার শূন্যপদে নিয়োগ, অনলাইনে আবেদন শুরু— বিস্তারিত জানুন

ভারতীয় রেলে ২২ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। অনলাইনে আবেদন, ফি নেই— জেনে নিন পদ, যোগ্যতা ও শেষ তারিখ।

পশ্চিম মেদিনীপুরে সরকারি চাকরি: অ্যাডিশনাল ইনস্পেকটর থেকে পিয়ন—১৮টি শূন্যপদে নিয়োগ, জানুয়ারিতে ওয়াক-ইন ইন্টারভিউ

পশ্চিম মেদিনীপুরে সরকারি দফতরে ১৮টি শূন্যপদে নিয়োগ। জানুয়ারিতে ওয়াক-ইন ইন্টারভিউ, বেতন ৮,০০০–১৫,000 টাকা। পদ, তারিখ ও শর্ত জেনে নিন।

ক্রীড়া প্রশাসনে কাজের সুযোগ! ২০২৬ সাল থেকে কলেজ-ইউনিভার্সিটির পড়ুয়াদের জন্য ইন্টার্নশিপ চালু কেন্দ্রের

২০২৬ সাল থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ও ন্যাডা-সহ বিভিন্ন সংস্থায় ইন্টার্নশিপ করতে পারবেন। ক্রীড়া বিজ্ঞান, ডোপিং নীতি, ম্যাচ ম্যানেজমেন্ট থেকে প্রশাসনিক দক্ষতা—সব ক্ষেত্রেই প্রশিক্ষণ।