Homeশিক্ষা ও কেরিয়ারবিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য ২৫০০ ‘স্পেশাল এডুকেটর’ নিয়োগ, রাজ্যে এই প্রথমবার

বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য ২৫০০ ‘স্পেশাল এডুকেটর’ নিয়োগ, রাজ্যে এই প্রথমবার

প্রকাশিত

পশ্চিমবঙ্গে বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য শিক্ষার মান উন্নয়নে এক বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। এই প্রথমবার রাজ্যে বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য নির্দিষ্ট শিক্ষকের পদ সৃষ্টি করে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ধরনের শিক্ষককে বলা হবে ‘স্পেশাল এডুকেটর’।

জানা গিয়েছে, উচ্চ প্রাথমিক এবং নবম-দশম পর্যায়ে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে। তবে এই নিয়োগের জন্য থাকবে কিছু বিশেষ শর্ত। সাধারণ বিএড প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন না। কেবলমাত্র রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত স্পেশাল এডুকেশনে বিএড করা প্রার্থীরাই যোগ্য বলে বিবেচিত হবেন।

সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজ্যের বিভিন্ন স্কুলে এই মুহূর্তে স্পেশাল এডুকেটরের প্রায় আড়াই হাজার পদ ফাঁকা রয়েছে। বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের আরও বেশি সহায়তা দিতে, এই শিক্ষকদের একাধিক স্কুলে পাঠানোর ব্যবস্থাও রাখা হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, গত জুন মাসে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল যে, প্রাথমিক স্কুলগুলিতে বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য তিন মাসের মধ্যে স্পেশাল এডুকেটরের পদ সৃষ্টি করতে হবে। বিচারপতি রাজাশেখর মান্থার সেই রায়ের পরিপ্রেক্ষিতেই রাজ্য সরকার এই পদক্ষেপ নিতে চলেছে।

এতদিন রাজ্যে বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য পৃথক শিক্ষক নিয়োগের কোনো ব্যবস্থা ছিল না। এর ফলে শিক্ষার ক্ষেত্রে এই পড়ুয়ারা নানা সমস্যার সম্মুখীন হতেন। বিশেষত, যোগ্য শিক্ষকের অভাবে তাদের শিক্ষার মান বাধাপ্রাপ্ত হতো। এবার এই উদ্যোগের মাধ্যমে সেই সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ঢাকার শাহজালাল বিমানবন্দরের ভয়াবহ আগুনে পুড়েছে প্রায় ২ হাজার কোটি টাকার পণ্য, পোশাক রপ্তানিতে বড় ধাক্কা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল প্রায় ২ হাজার কোটি টাকার পণ্য। তৈরি পোশাকের স্যাম্পল, ওষুধের কাঁচামাল, কৃষিপণ্যসহ বহু রপ্তানিযোগ্য সামগ্রী ছাই হয়ে গেছে। অন্তত এক মাস রপ্তানি প্রক্রিয়া পিছিয়ে যাওয়ার আশঙ্কা, পথে বসেছেন বহু ব্যবসায়ী।

অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রথম একদিনের ম্যাচেই নাস্তানাবুদ শুভমন গিলেরা

খারাপ আবহাওয়ার জন্য ম্যাচ নামিয়ে আনা হয় ২৬ ওভারে। প্রথমে ব্যাট করে ভারত করে ৯ উইকেটে ১৩৬ রান। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকা ক্রিকেটার দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটের আসরে খেলতে নেমে পুরোপুরি ব্যর্থ হলেন।

এক চিকিৎসকের আট বছরের লড়াইয়ে বড় জয়, ভুয়ো ওআরএস-এর উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI, আসল চিনবেন কী করে?

হায়দরাবাদের শিশু-রোগ বিশেষজ্ঞ ডা. শিবরঞ্জনী সন্তোষের দীর্ঘ লড়াইয়ের ফলে বড় পদক্ষেপ নিল FSSAI। WHO-র নির্ধারিত মান না মেনে ‘ORS’ নামে বিক্রি হওয়া পানীয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হল। শিশুদের জন্য বিপজ্জনক এই মিষ্টি পানীয় নিয়ে শুরু হয়েছিল তাঁর আইনি লড়াই প্রায় এক দশক আগে।

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।

আরও পড়ুন

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

চিকিৎসা শিক্ষায় বড় পদক্ষেপ! আইআইটি খড়গপুরে শুরু হবে এমডি কোর্স, এনএমসি-র অনুমোদনের অপেক্ষা

আইআইটি খড়গপুর চিকিৎসা শিক্ষায় নতুন অধ্যায় শুরু করতে চলেছে। এনএমসি-র অনুমোদন পেলেই শুরু হবে প্রথম এমডি (Doctor of Medicine) কোর্স। আধুনিক সুবিধাসম্পন্ন স্যামা প্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে হবে প্রশিক্ষণ।

রাজ্যের স্কুলে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ! ৮,০০০-এর বেশি শূন্যপদে আবেদন শুরু ৩ নভেম্বর থেকে

রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ। মোট শূন্যপদ ৮,৪৭৭। আবেদন শুরু ৩ নভেম্বর, চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। মাধ্যমিক ও অষ্টম পাশ প্রার্থীরাই করতে পারবেন আবেদন।