Home শিক্ষা ও কেরিয়ার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় পেশাদার নিয়োগ

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় পেশাদার নিয়োগ

0
sports authority of india

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের অধীনস্থ স্বশাসিত সংস্থা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাই ‘ইয়ং প্রফেশনাল’ পদে ৫০ জন পেশাদার নিয়োগ করবে। ৪ বছরের জন্য চুক্তিভিত্তিক চাকরি।

শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা

চাকরির বিজ্ঞাপনে বলা হয়েছে, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা বিই বা বিটেক ডিগ্রি থাকতে হবে। দু’ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা এমবিবিএস বা এলএলবি বা সিএ বা আইসিডব্লিউএ ডিগ্রি থাকতে হবে। অথবা উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করার পর কমপক্ষে ৪ বছর মেয়াদের পেশাদার কোর্স পাশ করতে হবে। সব ক্ষেত্রেই এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অথবা যে কোনো শাখায় স্নাতক হতে হবে। পাশাপাশি, স্পোর্টস ম্যানেজমেন্টে কমপক্ষে ৬ মাসের মেয়াদের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাশ করতে হবে। ন্যূনতম দু’ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ৫০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকার মধ্যে।

কী ভাবে করবেন আবেদন

৩০ নভেম্বরের মধ্যে অফিশিয়াল ওয়েবসাইট (https://sportsauthorityofindia.nic.in) মারফত অনলাইনে আবেদন করতে হবে। ৩০ নভেম্বর বিকেল ৫টার মধ্যে আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি আর মোবাইল নম্বর দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে চাকরিপ্রার্থীর স্ক্যান করা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সচিত্র পরিচয়পত্র, বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত নথিপত্র আপলোড করতে হবে। আবেদনপত্র জমা দিন। তার পর সিস্টেম জেনারেটেড আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিন।

প্রাথমিক ভাবে পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও অভিজ্ঞতার ভিত্তিতে চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। তার পর নির্বাচিত চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে। ১০০ নম্বরের ইন্টারভিউ হবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version