Home রাজ্য হাওড়া শিবপুরে তৃণমূল বিধায়কের নামফলক লাগানো গাড়ি দুর্ঘটনা কবলে, মৃত্যু ৩ যাত্রীর

শিবপুরে তৃণমূল বিধায়কের নামফলক লাগানো গাড়ি দুর্ঘটনা কবলে, মৃত্যু ৩ যাত্রীর

শনিবার রাত ১টা নাগাদ শিবপুরের ফরসোর রোডে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার গাড়ি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার সময় গাড়িতে বিধায়ক স্বয়ং উপস্থিত না থাকলেও পাঁচজন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে দু’জনকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিরা গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

গাড়িটি চালাচ্ছিলেন মহম্মদ মোস্তাক খান (২৫), যার বাড়ি কলকাতার ওয়াটগঞ্জে। সূত্রের খবর অনুযায়ী, আত্মীয়দের নিয়ে বাঁকড়া থেকে ফিরছিলেন মোস্তাক। ফেরার পথেই, প্রবল গতিতে থাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দাঁড়িয়ে থাকা ট্রেলারে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় গাড়ির সামনের অংশ ট্রেলারের পিছনে আটকে যায়। প্রবল ধাক্কায় মুহূর্তের মধ্যে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি।

স্থানীয়রা বিকট আওয়াজ শুনে ছুটে এসে দেখেন বিধ্বস্ত গাড়ির চিত্র। তৎক্ষণাৎ শোরগোল পড়ে যায় গোটা এলাকাজুড়ে। খবর পেয়ে শিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন।

দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার নামফলক লাগানো ছিল। যদিও তিনি জানিয়েছে গাড়িটি তাঁর নয়।  এই ঘটনার বিষয়ে বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘‘আমার স্করপিও গাড়ি রয়েছে। সেটি নিরাপদেই আছে এবং কোনও দুর্ঘটনার সম্মুখীন হয়নি। আমরা সবাই সুস্থ আছি। অন্য দুর্ঘটনার বিষয়ে আমার কাছে কোনও তথ্য নেই।’’

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version