একটা সময় বলিউড ইন্ডাস্ট্রিতে জমিয়ে দাপট চালিয়েছেন তিনি। বর্তমানে অবশ্য নিজেকে কিছুটা দূরে সরিয়ে রেখেছেন লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে। কথা হচ্ছে বিপাশা বসুকে নিয়ে। অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন নায়িকা। ২০২২ সালের ১২ নভেম্বর ঘর আলো করে এসেছে কন্যা সন্তান। মেয়ের বয়স প্রায় দু’বছর। আর এরই মাঝে ফের সুখবর শোনালেন অভিনেত্রী।
সম্প্রতি নিজের ভেরিফাইড ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন বিপাশা বসু। হ্যাপি হাজবেন্ড অ্যাপ্রিসিয়েশন ডে উদযাপন করেছেন এই বিশেষ ছবি পোস্ট করে। সেখানেই অন্তঃসত্ত্বা অবস্থায় দেখা পাওয়া গেল নায়িকার। যদিও এই ছবি কিন্তু তাদের একমাত্র কন্যা দেবীর জন্মের আগের। একটি ছবিতে দেখা গেছে খুনসুটি মুডে আর অপরটিতে দেখা গেছে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছে বিপাশা। মাথার কাছে দাঁড়িয়ে রয়েছেন করণ। এই দুই ছবি পোস্ট করে স্বামীর প্রতি ভালোবাসা জাহির করেছেন অভিনেত্রী।
আরও পড়ুন। ‘ডিপফেক হইতে সাবধান..’, হঠাৎ কাকে সাবধান করলেন রণবীর