প্রকাশ্যে এল ‘পুষ্পা টু’-এর মুক্তির দিন, নতুন কী চমক আছে আল্লু অর্জুনের চরিত্রে?

0

২ বছর আগে বক্স অফিসে ঝড় তুলেছিল ‘পুষ্পা’ । তাই সিনেমার সিক্যুয়েল নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। ‘পুষ্পা টু’-এর ঝলক আগেই প্রকাশ্যে এসেছে।

কিন্তু, মুক্তির দিনক্ষণ নিয়ে বেশ কয়েকদিন ধরে আলোচনা চলছিল । এইবার ছবি মুক্তির ব্যাপারেও বড়সড় আপডেট পাওয়া গেল।

ছবিটি ফাহাদ ফাসিল চরিত্রের সঙ্গে পুষ্পার প্রতিশোধের শপথ নিয়ে একটি ক্লিফহ্যাঞ্জারে শেষ হয়েছিল। এবং ভক্তরা গল্পটির শেষে কী হবে তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এখন। আগামী বছর অর্থাৎ ১৫ অগাস্ট ২০২৪-এ প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে বলে জানা যায়।

নতুন পোস্টারে, আল্লু অর্জুনকে দেখা যাচ্ছে না । তবে রয়েছে একটা হাত । ব্রেসলেট, আঙুলে আংটি যেখানে রক্তও লেগে রয়েছে সামান্য। আংটি এবং ব্রেসলেটে সজ্জিত দেখা যাচ্ছে। তার হাতেও রক্তের দাগ রয়েছে। আল্লু যে আবার ঝড় তুলবেন, সেই বিষয়ে আত্মবিশ্বাসী তাঁর অনুরাগীরা।

‘পুষ্প : দ্য রাইজ’, ২০২১-এ বক্স অফিসে বড় ঝড় তুলেছিল। শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জেতেন তিনি। ‘পুষ্পা’-র সিক্যুয়েলে দেখা যাবে রশ্মিকা মান্দানা, ধনুঞ্জয়, রাও রমেশ, সুনীল, অনসূয়া ভরদ্বাজ এবং অজয় ঘোষদের।

ছবি- ইন্সটাগ্রাম

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.