বলিউডের আইকনিক জুটি শাহরুখ-কাজল। নব্বইয়ের দশকে রোমান্টিক বলিউড সিনেমা মানেই শাহরুখ-কাজল। অনস্ক্রিন রোম্যান্স থেকে তাদের সম্পর্কটা বন্ধুত্বে গড়াতে সময় লাগেনি। বর্তমানে এই জুটিকে সিনেপর্দায় খুব একটা না গেলেও অফস্ক্রিনে তাদের বন্ধুত্ব আজও অটুট।
‘বাজিগর’ ছবির সঙ্গে শুরু হয়েছিল কাজল ও শাহরুখ জুটির পথচলা, এরপর ‘করণ অর্জুন’, ‘দিলওয়ালে দুলহানিয়া লেন যায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ থেকে ‘মাই নেম ইজ খান’ বা ‘দিলওয়ালে’। টানা তিন দশক ধরে রুপোলি পর্দায় ম্যজিক দেখিয়েছেন এই জুটি। তাঁদের জুটির সব কটি ছবিই সুপারহিট।
পড়ুন: টলি থেকে বলি! এই ৫ অভিনেত্রী কেন কৃত্রিম পদ্ধতি অবলম্বন করেছেন?
যে জুটি সিনেমার পর্দার ভরপুর প্রেম ভরিয়ে দেন, বাস্তবে কিন্তু তাঁরা শুধুই বন্ধু। আর এই বন্ধুত্ব এমনই, যেখানে কোনও বাধা নেই, রয়েছেন শুধুই আবদার ও সম্মান। কিন্তু এই গাঢ় বন্ধুত্বের চোটেই প্রাণ যেতে পারে কাজলের। তাও আবার শাহরুখের হাতে।
বলিপাড়ার সেরা জুটিদের মধ্যে অন্যতম শাহরুখ-কাজলের জুটি। অনুরাগীদের ভালোবাসায় সব সময় লাইম লাইটে থাকেন তারা।
সদ্যই এক সাক্ষাৎকারে কাজল জানিয়েছেন, ‘যত রাতই হোক না কেন, যে কোনও প্রয়োজনে নির্দ্বিধায় তিনি ফোন করতে পারেন শাহরুখ খানকে। শাহরুখ আমার খুবই প্রিয় বন্ধু। ওর সঙ্গে সব ধরনের কথা শেয়ার করা যায়। দরকারে শাহরুখকে রাত ৩ টে নাগাদও ফোন করা যায়। কিন্তু আমি যদি সকালবেলা শাহরুখকে গুডমর্নিং মেসেজ পাঠাই। তাহলে শাহরুখ আমাকে বলেছে কাঁটা চামচ দিয়ে খুন করে দেবে।‘
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন