বছরভর আপামর বাঙালি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ মুখিয়ে থাকেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য। আর হাতে গোনা দিন পরে শুরু হবে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
শোনা যাচ্ছে, ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিন এগিয়ে আসতে পারে। প্রশাসন সূত্রে খবর উৎসব শুরু হতে পারে আগামী ৫ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত।
পড়ুন: পরিনীতি ও রাঘবের বিয়ের তারিখ প্রকাশ্যে এল, কোথায় বসছে বিয়ের আসর?
পাঁচদিন ব্যাপী এই কলকাতা ফিল্মোৎসবে থাকছে চমক। প্রতিবারের মতো এইবারেও দেখা যাবে দেশ-বিদেশের বিখ্যাত ছবি। উল্লেখ্য, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল মানেই চাঁদের হাট। বাংলা সিনে ইন্ডাস্ট্রি তো বটেই উদ্বোধনী অনুষ্ঠানে মুম্বইয়ের তারকাদের পাশাপাশি আন্তর্জাতিক খ্যাতনামাসম্পন্ন বিনোদুনিয়ার ব্যক্তিত্বরাও হাজির থাকেন। আর তাই প্রতিবছরই নজর থাকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের -এ আমন্ত্রিত তারকা তালিকার দিকে। এবার মুম্বই সফরে গিয়েই ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে বড় চমক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের।
৩০ আগস্ট রাখিপূর্ণিমার দিন বিকেলে জলসায় গিয়ে অমিতাভ বচ্চনকে রাখি পরিয়ে ফিল্মোৎসবের আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন, অমিতাভ বচ্চনের বাড়ি থেকে বেরিয়েই ২৯তম কলকাতা চলচ্চিত্র উৎসব নিয়ে বড়সড় কথা শোনা গেছিল মুখ্যমন্ত্রীর মুখে।
এও জানা যাচ্ছে, আমন্ত্রণ পৌঁছে গেছে অনিল কাপুরের কাছে। তাঁর দিক থেকেও না কি মিলেছে সবুজ সংকেত। তাহলে বোঝাই যাচ্ছে, ২৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বসবে তারকাদের চাঁদের হাট।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন