বিনোদন জগতের দুই কিংবদন্তি তারকা রজনীকান্ত ও অমিতাভ বচ্চন। ১৯৯১ সালে একটি সিনেমায় একসঙ্গে দেখা গেছিল দু’জনকে। এরপর কেটে গেছে ৩২ বছর। এরমধ্যে আর পর্দায় একত্রে তাদের পাওয়া যায়নি। তবে আবার একসঙ্গে তাঁরা পর্দায় জুটি বাঁধতে চলেছেন। এমনটাই সূত্রের খবর।
শোনা যাচ্ছে, এই ছবিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন রজনীকান্ত। সেপ্টেম্বর মাসে শুরু হবে ছবির কাজ। এই ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। এমনই শোনা যাচ্ছে। ছবির পরিচালনা করবেন টি জে জ্ঞানভেল।
পড়ুন: টলি থেকে বলি! এই ৫ অভিনেত্রী কেন কৃত্রিম পদ্ধতি অবলম্বন করেছেন?
দক্ষিণি মেগাস্টার রজনীকান্ত কেরিয়ারের ১৭০তম চলচ্চিত্রে অভিনয় করবেন বলেই খবর। আর এই সিনেমায় থাকছেন অমিতাভ বচ্চনও। টি জে জ্ঞানভেলের পরিচালিত ছবিটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হতে চলেছে। আর রজনীকান্তকে এক মুসলিম পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে।
রজনীকান্ত শিঘ্রই শুরু করবেন ‘লাল সেলাম’ ছবির শুটিং। এর আগে রজনীকান্তের ১৭০তম ছবির প্রস্তাব দেওয়া হয়েছিল দক্ষিণি তারকা বিক্রমকে। পরে অমিতাভ বচ্চনকে প্রস্তাব দেওয়া হয়।
বলিউড মেগাস্টার বিগ-বি এখন ঋভু দাশগুপ্তর ‘সেকশন এইট্টিফোর’ ছবির শুটিংয়ে ব্যস্ত।
তবে এই দুই কিংবদন্তি তারকা ৩২ বছর পর একসঙ্গে আসার খবরে রীতিমতো উচ্ছ্বসিত সিনেমাপ্রেমীরা।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন