Home খবর ‘ডিবুস্টিং’ সফল, কবে কখন ‘চন্দ্রযান ৩’ নামবে তা জানিয়ে দিল ইসরো, পাঠাল...

‘ডিবুস্টিং’ সফল, কবে কখন ‘চন্দ্রযান ৩’ নামবে তা জানিয়ে দিল ইসরো, পাঠাল ছবি   

0

খবরঅনলাইন ডেস্ক: সব কিছু ঠিকঠাক চললে এবং পরিকল্পনামাফিক চললে ২৩ আগস্ট বুধবার ভারতীয় সময় সন্ধে ৬.০৪-এ চাঁদের দক্ষিণ মেরুতে নামবে ভারতীয় মহাকশযান ‘চন্দ্রযান ৩’।

চাঁদে নামার দু-দিন আগে সোমবার ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন (ইসরো) ছবি পাঠিয়েছে তাতে দেখা যাচ্ছে ‘চন্দ্রযান ৩’ ঠিক কোন জায়গায় নামবে তা অনুসন্ধান করছে বিক্রম ল্যান্ডার।

ইতিমধ্যেই সফল ‘ডিবুস্টিং’ প্রক্রিয়ার মাধ্যমে ‘চন্দ্রযান ৩’ চাঁদের খুব কাছে চলে এসেছে। আপাতত সে রয়েছে ২৫ কিমি X ১৩৫ কিমি বিশিষ্ট কক্ষপথে।         

‘চন্দ্রযান ৩’-এর যাত্রা:

৬ জুলাই – ইসরো ঘোষণা করল, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার দ্বিতীয় উৎক্ষেপণমঞ্চ থেকে ‘চন্দ্রযান ৩’ চাঁদের উদ্দেশে পাঠানো হবে ১৪ জুলাই।

৭ জুলাই – যানের সমস্ত রকম বৈদ্যুতিক পরীক্ষা সাফল্যের সঙ্গে সম্পন্ন হল।

১১ জুলাই – ২৪ ঘণ্টার ‘উৎক্ষেপণ রিহার্সাল’ সাফল্যের সঙ্গে সম্পন্ন হল।

১৪ জুলাই – ইসরোর ‘এলভিএম৩ এম৪’ ‘চন্দ্রযান ৩’-কে তার নির্দিষ্ট কক্ষপথের উদ্দেশে উৎক্ষেপণ করল।

১৫ জুলাই – ‘চন্দ্রযান ৩’-কে তার প্রথম কক্ষপথে স্থাপন করার প্রক্রিয়া সফল ভাবে সম্পন্ন হল বেঙ্গালুরুতে। মহাকাশযান পৌঁছোল ৪১৭৬২ কিমি X ১৭৩ কিমি বিশিষ্ট কক্ষপথে।  

১৭ জুলাই – ৪১৬০৩ কিমি X ২২৬ কিমি বিশিষ্ট দ্বিতীয় কক্ষপথে ‘চন্দ্রযান ৩’-কে স্থাপন করা হল।

২২ জুলাই – ৭১৩৫১ কিমি X ২৩৩ কিমি বিশিষ্ট চতুর্থ কক্ষপথে সফল ভাবে স্থাপন করা হল ‘চন্দ্রযান ৩’-কে।

১ আগস্ট – ‘চন্দ্রযান ৩’-এর যাত্রায় উল্লেখযোগ্য মোড়। ২৮৮ কিমি X ৩৬৯৩২৮ কিমি বিশিষ্ট আন্তর্চান্দ্র কক্ষপথে প্রবেশ করল মহাকাশযান।

৫ আগস্ট – চাঁদের আরও কাছে। ১৬৪ কিমি X ১৮০৭৪ কিমি বিশিষ্ট কক্ষপথে ঢুকল ‘চন্দ্রযান ৩’।

৬ আগস্ট – চাঁদের আরও কাছে ‘চন্দ্রযান ৩’। ঢুকল ১৭০ কিমি X ৪৩১৩ কিমি বিশিষ্ট কক্ষপথে।

৯ আগস্ট – মহাকাশযান নেমে এল চাঁদের ১৭৪ কিমি X ১৪৩৭ কিমি বিশিষ্ট কক্ষপথে।

১৪ আগস্ট – চাঁদকে কেন্দ্র করে ১৫১ কিমি X ১৭৯ কিমি বিশিষ্ট কক্ষপথে ‘চন্দ্রযান ৩’।

১৬ আগস্ট – ফায়ারিং করে ১৫৩ কিমি X ১৬৩ কিমি বিশিষ্ট কক্ষপথে নিয়ে আসা হল ‘চন্দ্রযান ৩’-কে।

১৭ আগস্ট – বিক্রম ল্যান্ডার আর প্রজ্ঞান রোভার সমন্বিত ‘চন্দ্রযান ৩’-এর ল্যান্ডিং মডিউলটি প্রপালশন ব্যবস্থা থেকে আলাদা করা হল।

১৮ আগস্ট – মহাকাশযানের ‘ডিবুস্টিং’ প্রক্রিয়া চালানো হল। ফলে ‘চন্দ্রযান ৩’ চলে এল চাঁদের মাটির আরও কাছে। এখন ১১৩ কিমি X ১৫৭ কিমি বিশিষ্ট কক্ষপথে। ‘ডিবুস্টিং’ হল সেই প্রক্রিয়া যাতে মহাকাশযান চাঁদের একেবারে কাছের কক্ষপথে চলে যেতে পারে, যেখানে একেবারে কাছের বিন্দুটি (পেরিলিউন) ৩০ কিমি দূরে এবং সব চেয়ে দূরের বিন্দুটি (অ্যাপোলিউন) ১০০ কিমি দূরে।

২০ আগস্ট – ‘চন্দ্রযান ৩’-এর দ্বিতীয় ও চূড়ান্ত ‘ডিবুস্টিং’। মহাকাশযান এল ২৫ কিমি X ১৩৫ কিমি বিশিষ্ট কক্ষপথে।

২৩ আগস্ট – সব কিছু ঠিকঠাক চললে এবং পরিকল্পনামাফিক চললে এ দিন ‘চন্দ্রযান ৩’-এর চাঁদের মাটি স্পর্শ করার কথা।

Advertisements
Claim Your Gift Card Now
বিজ্ঞাপন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version