Home বিনোদন বলিউডে কেন এত বিবাহবিচ্ছেদ হয়? কারণ জানালেন এ আর রহমানের প্রাক্তন স্ত্রী...

বলিউডে কেন এত বিবাহবিচ্ছেদ হয়? কারণ জানালেন এ আর রহমানের প্রাক্তন স্ত্রী সায়রার আইনজীবী

0
সায়রা বানু, এ আর রহমান। ছবিটি এক্স (পূর্বতন টুইটার) থেকে নেওয়া।

খবর অনলাইন ডেস্ক: ৩০টা বছর একসঙ্গে কাটানোর পর বিচ্ছেদ! এ ভাবে নিজেদের দীর্ঘ দাম্পত্যজীবন শেষ করে দিলেন? ভাবতেই পারছেন না তাঁর অনুগামীরা। এত বছর পর কী হল যে দাম্পত্যজীবনে ইতি টানতে হল?

বিখ্যাত সুরসাধক এ আর রহমান তাঁর স্ত্রী সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন। রহমানের অনুরাগীরা হতচকিত। এই বিচ্ছেদের কারণ কী, তাঁরা সেটা বোঝার চেষ্টা করছেন। আর এরই মধ্যে সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ওই ভিডিওয় বন্দনা ব্যাখ্যা করেছেন, বলিউডে সেলিব্রিটিদের মধ্যে বিয়ে কেন বেশি দিন টেকে না। তবে রহমান-সায়রার বিচ্ছেদের কোনো কারণ জানাননি বন্দনা।

বন্দনা বলেছেন, “ওঁদের (বলিউড সেলিব্রিটি) জীবন একদমই আলাদা। বেশির ভাগ বিচ্ছেদের ক্ষেত্রেই বিশ্বাসঘাতকতা কোনো কারণ নয় বলেই আমার ধারণা। তা হলে বিয়ে ভেঙে যাওয়ার কারণ কী? এর মূল কারণ হল বিবাহে একঘেয়েমি, বিরক্তি। এই বিরক্তির কারণেই তাঁরা এক বিয়ে থেকে আরেকটা বিয়েতে যান। বলিউডের অতি ধনী পরিবারগুলোয় এটা তাদের নিজস্ব ব্যাপার।”

তবে এই ভিডিওয় বন্দনা রহমান-সায়রার বিচ্ছেদ নিয়ে কিছু না বললেও এর আগে এক বিবৃতিতে তিনি বলেছেন, “প্রতিটি দীর্ঘ দাম্পত্যজীবনে উত্থান-পতন থাকে। আর এই জীবনে যদি ইতি ঘটাতে হয় তা হলে তা মর্যাদাপূর্ণ হওয়া উচিত, সম্মানের সঙ্গে করা উচিত। আমি খুশি যে সায়রা আর রহমানের ক্ষেত্রে তা-ই হয়েছে। সায়রা আর রহমান দু’জনেই একে অপরের পাশে থাকবে এবং দু’ জনেরই দু’জনের প্রতি শুভ কামনা থাকবে।”

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version