Home খবর কলকাতা কেন্দ্রের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রকের অধীনে ‘বিকশিত ভারত ইয়ং লিডার’ কর্মসূচির...

কেন্দ্রের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রকের অধীনে ‘বিকশিত ভারত ইয়ং লিডার’ কর্মসূচির কথা ঘোষণা কলকাতায়  

0
কলকাতায় এক অনুষ্ঠানে ঘোষিত বিকশিত ভারত কর্মসূচি।

সঞ্জয় হাজরা

‘বিকশিত ভারত ইয়ং লিডারস ডায়লগ’ নামে একটি বিশেষ কর্মসূচি চালু হল কেন্দ্রীয় সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রকের অধীনে ‘মাই ভারত’ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য স্থানীয় প্রতিভাবান যুব নেতৃত্বের সন্ধান করা এবং তার বিকাশ ঘটানো। কর্মসূচি শুরু হবে আগামী ২৫ নভেম্বর।   

বৃহস্পতিবার কলকাতার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচি্র কথা ঘোষণা করা হয়। ওই কর্মসূচির কী উদ্দেশ্য তা-ও ব্যাখ্যা করা হয় ওই অনুষ্ঠানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ডেপুটি ডাইরেক্টর, রাজ্য যুব কল্যাণ দফতরের মুখ্য আধিকারিক-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

‘বিকশিত ভারত’ কর্মসূচির মাধ্যমে যুবকরা তাঁদের দৃষ্টিভঙ্গি ও মতামত বিনিময়ের একটা প্ল্যাটফর্ম পাবেন। পাশাপাশি, জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মত বিনিময়েরও সুযোগ পারেন।

এই কর্মসূচির চারটি পর্যায় রয়েছে। প্রথম পর্যায়ে রয়েছে বিকশিত ভারত কুইজ প্রতিযোগিতা। ২৫ থেকে ২৯ বছর বয়সের মধ্যে যে কোনো ব্যক্তি এই প্রতিযোগিতা যোগ দিতে পারবেন। এই কুইজ প্রতিযোগিতা চলবে ২৫ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত।

প্রথম পর্যায়ে যাঁরা কৃতকার্য হবেন তাঁদের ১০টি বিষয়ের উপরে রচনা বা ব্লগ লিখতে হবে। এটি হল প্রতিযোগিতার দ্বিতীয় পর্যায়। ওই বিষয়গুলির মধ্যে রয়েছে বিকশিত ভারত নির্মাণে প্রযুক্তির অবদান, শক্তিশালী যুবক সম্প্রদায় গঠন করা ইত্যাদি।

দ্বিতীয় পর্যায়ে যাঁরা উত্তীর্ণ হবেন, তাঁরা সশরীর উপস্থিত হয়ে নিজেদের বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। এটি হল প্রতিযোগিতার তৃতীয় পর্যায়। আর তৃতীয় পর্যায়ে যাঁরা উত্তীর্ণ হবেন, তাঁরা ২০২৫-এর ১১ ও ১২ জানুয়ারি জাতীয় যুব উৎসবে যোগ দেবেন এবং প্রধানমন্ত্রীর সামনে তাঁদের মতামত ও দৃষ্টিভঙ্গি উপস্থাপন করবেন। এটিই হল ‘বিকশিত ভারত’ কর্মসূচির শেষ পর্যায়।

ছবি: প্রতিবেদক

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version