Homeবিনোদনমুক্তি পেল ‘আবার প্রলয়’-এর টিজার, কোথায় দেখবেন এই ছবি?

মুক্তি পেল ‘আবার প্রলয়’-এর টিজার, কোথায় দেখবেন এই ছবি?

প্রকাশিত

বড়পর্দায় মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তী পরিচালিত ছবি প্রলয়। দুখিয়া গ্রামের গল্প দেখা যায়। সাহসী যুবক বরুণ বিশ্বাস কী ভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তা দেখানো হয়েছিল ওই ছবিতে। কাট টু বর্তমান। আবারও ফিরছে প্রলয়।

তবে  এইবার আর বিগস্ক্রিন নয়। ওটিটি-র পর্দায় ফিরছে প্রলয়ের দ্বিতীয় পার্ট। যার নাম দেওয়া হয়েছে ‘আবার প্রলয়’। শুক্রবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে ‘আবার প্রলয়’ ছবির টিজার।

পড়ুন: গোয়েন্দা চরিত্রে বিদ্যা, মুক্তি পেল ‘নিয়ত’ ছবির ট্রেলার 

আবার প্রলয়ের মুখ্য চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। তাঁর চরিত্রের নাম অনিমেষ দত্ত। ছবির পোস্টারেও অ্যাকশন প্যাকড অবতারে দেখা গিয়েছে তাঁকে। নীল ডেনিম, কালো জ্যাকেট-শার্টে ‘রাফ অ্যান্ড টাফ’ লাগছিল তাঁকে। এছাড়া এই ছবিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, সৌরভ দাস, জুন মালিয়া, কৌশানী মুখোপাধ্যায়, সায়নী ঘোষ, গৌরব চক্রবর্তী, দেবাশীষ মণ্ডল, সোহিনী সেনগুপ্ত ও শুভশ্রী গাঙ্গুলিকে।

এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজ চক্রবর্তী। তবে প্রযোজনার দায়িত্ব সামলিয়েছেন শুভশ্রী। এই প্রথমবার প্রযোজনা করছেন তিনি।

প্রথম ছবিতে ধর্ষণের বিরুদ্ধে করা বার্তা দিয়েছিলেন রাজ। দুখিয়া নামের এক কাল্পনিক গ্রামের চিত্র দেখিয়েছিলেন পরিচালক। যেখানে মাঝেমধ্যেই গণধর্ষণের ঘটনা ঘটে থাকে। শিশু কিংবা বৃদ্ধাদেরও রেয়াত করা হয় না সেখানে। বরুণ বিশ্বাস এই ঘটনাগুলির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল।

আবার প্রলয় ছবির গল্প কোন ঘটনাকে কেন্দ্র করে? জানা গেছে সুন্দরবনের নারীপাচার চক্র নিয়ে নতুন ছবির গল্প বানিয়েছেন পরিচালক রাজ।

‘আবার প্রলয়’-এর টিজার বেরোনোর পর  নেটপাড়ায় বেশ হইচই শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। জি ফাইভে দেখা যাবে এই সিরিজ। তবে মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

ভিডিও- ইউটিউব

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

সাম্প্রতিকতম

এবার তারকা প্রচার তালিকা থেকেও বাদ, অনুগামীদের দেখে কেঁদে ফেললেন কুণাল

বৃহস্পতিবার যে ৪০ জনের তারকা প্রকাশিত হয়েছে সেই তালিকায় নাম রয়েছে দলের শীর্ষ নেতৃত্ব ছাড়াও দেব, সায়ন্তিকা, সোহম থেকে অদিতি মুন্সির। কিন্তু নাম নেই কুণালের।

সোনার দাম আবারও বাড়ল, জানুন কোথায় কত

গত সপ্তাহে সোনার দাম ক্রমাগত কমার পর এ সপ্তাহে সোনার দাম বাড়তে দেখা যাচ্ছে।...

২০২৫-এর মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু, ২৪-এর ফল প্রকাশ করে জানিয়ে দিল পর্ষদ

এ বছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭,৬৫,২৫২ জন। পাশের হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৬.৩১ শতাংশ।

এ বার সমুদ্র তোলপাড় করবে চিন! বিমানবাহী রণতরী ‘ফুজিয়ান’ নিয়ে আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ বেজিংয়ের

সমুদ্রের বুক চিরে ভয়ঙ্কর যুদ্ধ! বুধবার নিজেদের তৃতীয় বিমানবাহী রণতরী 'ফুজিয়ান'-এর প্রথম পরীক্ষামূলক প্রয়োগ...

আরও পড়ুন

নিখোঁজ ‘তারক মেহতা’ খ্যাত গুরুচরণ সিং শীঘ্রই বিয়ে করতেন, অভিনেতা আর্থিক সংকটেও পড়েছিলেন

সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছিলেন অভিনেতা।

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

প্রধানমন্ত্রীর ‘বিতর্কিত’ মন্তব্যের সমর্থনে লারা, কী বললেন বলি অভিনেত্রী?

কিছুদিন আগে হায়দরাবাদ থেকে রাহুল গান্ধী বলেছিলেন, কার হাতে কত সম্পত্তি আছে তা সমীক্ষা করে দেখা হবে। কংগ্রেস ক্ষমতায় এলে তা করবে।