মুক্তি পেল ‘যত কান্ড কলকাতাতেই’ ছবির পোস্টার, ফের গোয়েন্দার ভূমিকায় আবির

বাংলার ফিল্ম-বাজারে যখন গোয়েন্দার ছড়াছড়ি, সেই সময় নতুন গোয়েন্দা বড়পর্দায় নিয়ে এলেন  পরিচালক অনীক দত্ত। ফের গোয়েন্দা চরিত্রে আবির চট্টোপাধ্যায়। তবে এইবার ব্যোমকেশ বা ফেলুদা নয়, একেবারে নতুন এক চরিত্র।

0

বাংলার ফিল্ম-বাজারে যখন গোয়েন্দার ছড়াছড়ি, সেই সময় নতুন গোয়েন্দা বড়পর্দায় নিয়ে এলেন  পরিচালক অনীক দত্ত।

ফের গোয়েন্দা চরিত্রে আবির চট্টোপাধ্যায়। তবে এইবার ব্যোমকেশ বা ফেলুদা নয়, একেবারে নতুন এক চরিত্র। আর এই ছবিতেই গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে আবিরকে। 

ছবির নাম ‘যত কান্ড কলকাতাতেই’।  প্রকাশ্যে এল ‘যত কান্ড কলকাতাতেই’ ছবির পোস্টার। নতুন ছবির ঘোষণার সঙ্গেই পরিচয় করালেন পরিচালক অনীক দত্ত। তবে চমক হচ্ছে, এই ছবির দৌলতেই জয়া আহসান, নুসরত ফারিয়া, আজমেরী হক বাঁধনের পর টলিউডে পা রাখছেন বাংলাদেশের আরেক অভিনেত্রী। তিনি কাজি নওসাবা আহমেদ।

পড়ুন: ‘কাবুলিওয়ালা’ ছবির শুটিং স্থানে বড়সড় বদল, কী জানালেন ছবি নির্মাতারা?

বৃহস্পতিবার সামনে এল ছবির প্রথম পোস্টার। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে ছবির পোস্টার। এখনও অবশ্য প্রকাশ্যে আসেনি কারও লুক। অ্যানিমেটেড পোস্টারে যেখানে আবিরের সঙ্গে রয়েছেন একজন মহিলা চরিত্র। পিছনে তিলোত্তমার প্রেক্ষাপট।

ফ্রেন্ডস কমিনিকেশন ও বিগ স্ক্রিন প্রোডাকশনের যৌথ প্রযোজনায় তৈরি হবে এই ছবি। এর আগে ফ্রেন্ডস কমিনিকেশনের  প্রবাল হালদার ও ফিরদৌসল হাসানের যৌথ প্রযোজনায়  তৈরি হবে এই ছবি।

‘যত কান্ড কলকাতাতেই’ ছবির সঙ্গীত পরিচালনা করছেন দেবজ্যোতি মিশ্র। সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলাবেন ইন্দ্রনাথ মারিক এবং সম্পাদনা করবেন অর্ঘ্য কমল মিত্র।

ছবি- ইন্সটাগ্রাম

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.